Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১৪, ২০২৩

রোনাল্ডোর পর মেসিও সৌদি আরবে? ঐতিহাসিক প্রস্তাব আল হিলালের

আরম্ভ ওয়েব ডেস্ক
রোনাল্ডোর পর মেসিও সৌদি আরবে? ঐতিহাসিক প্রস্তাব আল হিলালের

মাঠের বাইরে লড়াইটা দারুণ জমে উঠেছে সৌদি আরবের দুই ক্লাব আল নাসের ও আল হিলালের মধ্যে। বিশ্বকাপের পরপরই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করিয়ে চমক দিয়েছে আল নাসের। এবার আল নাসেরের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল লিওনেল মেসিকে সই করিয়ে চমক দিতে চাইছে। আর্জেন্টিনার এই ফুটবল তারকার কাছে যে আর্থিক প্রস্তাব দেওয়া হয়েছে, যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। এখন দেখার আল হিলালের প্রস্তাব গ্রহণ করেন কিনা।
স্পেনের প্রথম সারির সংবাদপত্র ‘‌মুন্ডো ডেপোর্টিভো’‌ মেসির সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়ার ব্যাপারে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। তারা সেই প্রতিবেদনে লিখেছে যে, আল নাসেরের মূল প্রতিপক্ষ আল হিলাল নাকি মেসিকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে। সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল হিলাল মেসিকে বছরে ৩০ কোটি ডলার পারিশ্রমিক দিতে রাজি। মেসির বাবা জর্জ ইতিমধ্যেই নাকি আল হিলালের সঙ্গে কথা বলতে রিয়াদে পৌঁছেছেন।
চলতি বছরের ৩০ জুন প্যারিস সাঁ জাঁ–র সঙ্গে চুক্তি শেষ হবে লিওনেল মেসির। কাতার বিশ্বকাপ চলাকালীন দুই পক্ষ চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে বেশ কয়েকটি বিষয়ে সহমত হয়েছে। বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে প্যারিসে ফিরে গেছেন মেসি। মাঠেও নেমে পড়েছেন। অনেকে মনে করছেন, দ্রুতই প্যারিস সাঁ জাঁ–র সঙ্গে মেসির নতুন চুক্তি হবে। তবে ১ কিংবা ২ বছরের বেশি নতুন চুক্তি করবেন না মেসি। ফলে দু’‌বছর পর তাঁর ক্লাব পাল্টানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর মেসি যদি এখনই ক্লাব বদলাতে চান, তাহলে আল হিলালকে প্যারিস সাঁ জাঁ–র সঙ্গে কথা বলতে হবে।
আল হিলাল মেসিকে বছরে ২৪৩৮ কোটি টাকা দিতে রাজি। অন্যদিকে আল নাসের থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বছরে পাচ্ছেন ১৭৪১ কোটি টাকা। স্পেনের সংবাদ মাধ্যম জানিয়েছে,  মেসি আল হিলালের এই প্রস্তাব গ্রহণ করতে নাকি রাজি। মেসি যদি আল হিলালে সই করেন তাহলে আবার মেসি–রোনাল্ডো দ্বৈরথ দেখা যাবে।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!