Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২৭, ২০২৪

‌দর্শকদের অশ্লীল অঙ্গভঙ্গী, শাস্তির খাড়ায় রোনাল্ডো

আরম্ভ ওয়েব ডেস্ক
‌দর্শকদের অশ্লীল অঙ্গভঙ্গী, শাস্তির খাড়ায় রোনাল্ডো

মাঠে নামলেই যেন রেকর্ড গড়া অভ্যাসে পরিণত করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এবার রেকর্ড গড়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে আল নাসেরের এই পর্তুগীজ তারকাকে। আল শাবাবের দর্শকদের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গী করার জন্য শাস্তি পেতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

সৌদি প্রো লিগে আল শাবাবের বিরুদ্ধে ৩–২ ব্যবধানে জিতেছে আল নাসের। পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর এই গোলের সঙ্গে সঙ্গে পৌঁছে যান ক্লাব ফুটবলে ৭৫০ গোলের মাইলস্টোনে। ম্যাচ শেষে বিতর্কে জড়িয়ে পড়েন রোনাল্ডো। আল শাবাবের সমর্থকরা রোনাল্ডোকে উদ্দেশ্য করে ‘মেসি, মেসি’ স্লোগান দেয়। তাতেই মেজাজ হারান রোনাল্ডো। আল শাবাবের সমর্থকদের উদ্দেশ্য করে তিনি অশ্লীল অঙ্গভঙ্গি করেন। অঙ্গভঙ্গির ভিডিও সৌশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়তে হয় পর্তুগীজ তারকাকে।

অশ্লীল অঙ্গভঙ্গী করার জন্য সৌদি ফুটবল ফেডারেশনের শাস্তির মুখে পড়তে চলেছেন রোনাল্ডো। দু ম্যাচ নির্বাসিত হওয়ার পাশাপাশি জরিমানার কবলেও পড়তে হবে রোনাল্ডোকে। জরিমানার অঙ্ক কত হবে, তা অবশ্য এখনও নিশ্চিত নয়। তবে দলের সেরা তারকা দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়লে তা আল নাসেরের কাছে বড় ধাক্কা হবে। সে ক্ষেত্রে আল হাজমের বিরুদ্ধে সৌদি প্রো গিল ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে খেলতে পারবেন না রোনাল্ডো।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!