- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২০, ২০২৪
ইতালিয়ান ওপেনে পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে খেতাব জয় জেভেরেভ ও সিয়নতেকের

ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি দারুণভাবেই সেরে নিলেন আলেকজান্ডার জেভেরেভ ও ইগা সিয়নতেক। ইতালিয়ান ওপেনে পুরুষদের ফাইনালে নিকোলাস জ্যারিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন জেভেরেভ। অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে অ্যারিনা সাবালেঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সিয়নতেক।
২০২২ সালে মাদ্রিদ ওপেনে কার্লোস আলকারাজের কাছে হারার পর জেভেরেভের কাছে এটাই ছিল প্রথম মাস্টার্স ফাইনাল। বিশ্ব ক্রমতালিকায় ২৪ নম্বরে থাকা নিকোলাস জ্যারিকে হারাতে খুব বেশি বেগে পেতে হয়নি জেভেরেভকে। ৬–৪ ব্যবধানে প্রথম সেট জিতে নেন। প্রথম সেটে নিজের ২১ টি সার্ভিস পয়েন্টের মধ্যে ২০টিই তুলে নেন। দ্বিতীয় সেটে অবশ্য নিকোলাস জ্যারি কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তবে শেষরক্ষা করতে পারেননি। ৭–৫ ব্যবধানে চ্যাম্পিয়ন হয়ে যান জেভেরেভ।
২০২২ সালে রাফায়েল নাদালের বিরুদ্ধে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল খেলার সময় ডান পায়ের গোড়ালিতে তিনটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল জেভেরেভের। দীর্ঘসময়ের জন্য মাঠের বাইরে ছিলেন। ফিরে আসার পথটা মসৃন ছিল না। ইতালিয়ান ওপেনে জয় জেভেরেভকে আবার ফ্রেঞ্চ ওপেনে আবার ফেভারিটদের তালিকায় ফেলবে। রবিবার থেকে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন।
মহিলাদের সিঙ্গলসে ইগা সিয়নতেক ফাইনালে অ্যারিনা সাবালেঙ্কাকে ৬–২, ৬–৩ ব্যবধানে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ইগার সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি সাবালেঙ্কা। ইতালিয়ান ওপেনে খেতাব জয়, ফ্রেঞ্চ ওপেনের আগে আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন ইগা।
❤ Support Us