Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৫, ২০২৪

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন কার্লোস আলকারাজ

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন কার্লোস আলকারাজ

অস্ট্রেলিয়ান ওপেনে ইন্দ্রপতন। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন বিশ্বের দু’নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজ। এই স্প্যানিশ তারকাকে ৬-১, ৬-৩, ৭-৬ (৭-২), ৬-৪ গেমে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন জার্মানির আলেকজান্ডার জেবরেভ। তার সামনে এবার রাশিয়ার ড্যানিল মেডভেদেভ।
মেলবোর্ন পার্কে কোয়ার্টার ফাইনালে প্রথম দুটি সেটে আলকারাজকে কোনও সুযোগই দেননি জেবরেভ। প্রথম সেটে ৬-১ ব্যবধানে বিশ্বের দু’নম্বর খেলোয়াড়কে উড়িয়ে দেন তিনি। ছন্দ ধরে রেখে দ্বিতীয় সেট ৬-৩ ব্যবধানে জিতে নেন। তৃতীয় সেট জমে ওঠে। শেষ পর্যন্ত ট্রাইবেকারে জিতে ব্যবধান কমান আলকারাজ। তবে চতুর্থ সেটে আর কোনও সুযোগই দেননি জেবরেভ। ৬-৪ ব্যবধানে জিতে সেমিফাইনালে ছাড়পত্র পেয়ে যান।
মেদ ভেদে ভেদ এর বিরুদ্ধে এর আগে ১৭ বার মুখোমুখি হয়েছিলেন জাফেরে ব মাত্র ৬ বার জিততে সক্ষম হয়েছিলেন অন্যদিকে মেদ ভেদের জিতে ছিলেন ১১ বার এই দিন অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল জিতে পরিসংখ্যান একটু ভালো করলেন এই জার্মান তারকা।
এক সময় গোড়ালির চোটে যথেষ্ট ভুগতে হয়েছিল জেবরেভ। সেখান থেকে অনেক পরিশ্রম করে আবার ছন্দে ফিরে এসেছেন। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে দারুন উচ্ছসিত জেবরেভ। তিনি বলেন, “আমি একসময় শূন্য থেকে শুরু করেছিলাম। আবার প্রথম দশে ফিরে আসতে পেরে ভালো লাগছে। আর একটা গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে উঠেছি। আশা করছি চ্যাম্পিয়ন হয়ে ফিরব।”
অন্য কোয়ার্টার ফাইনালে পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ে পোল্যান্ডের হুবার হারকাজকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন দানিল মেদভেদেব। প্রথম সেট থেকেই লড়াই দারুন জমে ওঠে টাইব্রেকারে ৭-৬ (৭-৪) গেমে প্রথম সেটটি যেতেন মেদভেদেব। দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান হারকাজ। ৬-২ ব্যবধানে দিতে সমতা ফেরান। তৃতীয় সেটে ৬-৩ ব্যবধানে জিতে আবার এগিয়ে যান মেদভেদেব। চতুর্থ সেটে ৭-৫ ব্যবধানে জিতে আবার সমতা ফেরান হারকাজ। নির্ণায়ক সেটে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ৬-৪ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে যান মেদভেদেব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!