- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- এপ্রিল ১৯, ২০২২
বিয়ের পর কাজে ফেরা, গোলাপি ফ্লোরাল সালোয়ার কামিজে ঝলমলে নববধূ আলিয়া

বিয়ের পরেই কাজে ফিরলেন আলিয়া। গোলাপি সালোয়ার কামিজে নববধূ আলিয়া যেন ঝলমল করছিলেন। পায়ে ছিল মানানসই ফ্লোরাল জুতো রণবীরের সঙ্গে আলিয়ার গাটছড়ার বাঁধার অনুষ্ঠান শেষ, এবার কাজে ফেরা । বিয়ের পর এই প্রথম জনসমক্ষে আলিয়া । পরনে হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজে সাংবাদিকদের সামনে পোজ দিলেন আলিয়া ভট্ট। গোলাপি সালোয়ার কামিজে নববধূ আলিয়া যেন ঝলমল করছিলেন। পায়ে ছিল মানানসই ফ্লোরাল জুতো। খোলা চুল, মুখে সেই চিরপরিচিত মিষ্টি হাসি। তবে আলিয়া এদিন কোথায় পাড়ি দিলেন, খোলসা করে বললেননি তা।
❤ Support Us