- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ১১, ২০২৪
দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, জারি কমলা সতর্কতা

আজ শনিবার, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেলের পর থেকে বজ্রবিদ্যুতসহ বৃষ্টির পূর্বাভাষ দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে বইবে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়। ভিজতে পারে শহর কলকাতাও। দক্ষিণবঙ্গের সবকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। মুর্শিদাবাদেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি , সর্বনিম্ন ২১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। বর্তমানে একটি অক্ষরেখা পূর্ব থেকে পশ্চিম বরাবর উত্তর-পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত, যা গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও। অক্ষরেখাটি অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উপরে । যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এছাড়া উত্তর বিহার এবং পার্শ্ববর্তী এলাকায় এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উপরে রয়েছে। একই সাথে অন্য একটি অক্ষরেখা উত্তর বিহার থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখাও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উপরে আছে। এই সবের প্রভাবেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া তারা জানিয়েছে, রাতের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে। রবিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই ঝড় বৃষ্টির প্রভাব থাকবে। বাদ যাবেনা উপকূলীয় জেলাগুলিও।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে,আগামি সপ্তাহ পর্যন্ত বঙ্গে এই পরিস্থিতি থাকবে। এর আগে তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি এসেছে বঙ্গে। সাথে এনেছে কালবৈশাখীর দাপট। আগামী সাত দিনেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।
আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবার পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া দপ্তর। সেখানে জারি হয়েছে হলুদ সতর্কতা ।
শনিবার ও রবিবার উত্তরঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে উঠবে ঝড়। এর আগে কম বৃষ্টিপাতের জন্য, ব্যাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চা শিল্প। পর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে যদি আবার কিছুটা ঘুরে দাঁড়ানো যায়, সেদিকেই তাকিয়ে চা শ্রমিকরা।
❤ Support Us