- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১২, ২০২৩
উত্তরের সঙ্গে পাল্লা দিয়ে দক্ষিণের শীতের দাপট। আগামী দু’দিনে কমবে তাপমাত্রা
রাজ্যে শীতের আগমন। উত্তরের সঙ্গে পাল্লা দিয়ে দক্ষিনেও বাড়ছে শীতের দাপট। কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা অনেকটাই নেমেছে। সন্ধ্যার পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও নামার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ের তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ির তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারের তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া ও বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস,
দিঘার তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, বোলপুরে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস,আসানসোলে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, হাওড়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরের তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে. আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে শীতের দাপট চলবে। আগামী ২দিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা আরও একটু নামতে পারে। খুব হালকা থেকে মাঝারি কুয়াশারও সম্ভাবনা রয়েছে। বুধবারের মধ্য়ে উত্তরবঙ্গের দার্জিলিং ও পার্বত্য অঞ্চলে তুষারপাত এবং দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য় এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানান হয়েছে।
❤ Support Us