শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
উত্তরবঙ্গের নন্দনকাননে স্নেহাশিসের ভরা সংসার। স্ত্রী শীলা ও তিন সন্তান নিয়ে দিব্যি সংসার করছিল সে।
দুই পাত্রী রূপা ও পায়েলের সঙ্গে দীর্ঘদিন সংসার করলেও স্নেহাশিসের ঘরে আনন্দ নেই। দুজনের কেউই তাঁকে সন্তান সুখ দিতে পারল না। সঙ্গীনিদের বয়সও বাড়ছে । তাদের প্রতি আগের মতো টানও নেই স্নেহাশিসের । মনমরা স্নেহাশিস তাই নতুন সঙ্গীনির খোঁজে।
অথচ প্রাক্তন স্ত্রী শীলার ঘর আলো করে আবার পাঁচ সন্তান পৃথিবীতে এসেছে। পরিবারে নতুন অতিথিদের নিয়ে সুখে দিন কাটছে তার।রয়্যাল বেঙ্গল বাঘ স্নেহাশিসের বয়স এখন ৯ বছর । উত্তরবঙ্গের নন্দনকাননে স্নেহাশিসের ভরা সংসার। স্ত্রী শীলা ও তিন সন্তান নিয়ে দিব্যি সংসার করছিল সে। দুই বাঘিনী রূপা ও পায়েলের টানেই ২০১৯ সালে আলিপুর চিড়িয়াখানায় চলে আসে স্নেহাশিস। রূপা ও পায়েলের সঙ্গে নতুন করে সংসার শুরু করে। তিন বছর হয়ে এল, রূপা ও পায়েল দু’জন কেউ খুশির খবর শোনাতে পারছে না।
তাই রয়্যাল বেঙ্গল এই সাদাবাঘেটির জন্য কম বয়সি পাত্রীর সন্ধানে রয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।২০১৬ সালে পায়েল, শীলা, ঋষির সঙ্গে ওড়িশার নন্দনকানন থেকে বাংলায় নিয়ে আসা হয়েছিল স্নেহাশিসকে। প্রথমে আলিপুর চিড়িয়াখানায় তাদের রাখা হয়েছিল। এখানেই এসে হলুদ ডরা কাটা রয়্যাল বেঙ্গল শীলার সঙ্গে স্নেহাশিসের প্রেম শুরু হয়। এরপর তাদের মধুচন্দ্রিমাতে পাঠানো হয় উত্তরবঙ্গের শিলিগুড়ি সাফারি পার্কে। ২০১৮ সালে শীলা ও স্নেহাশিসের তিন কন্যা সন্তান হয়েছিল। তিন সন্তানের মধ্যে এখন দু’জন রয়েছে। স্নেহাশিস চলে আসার পর শীলা সন্তানদের নিয়ে শিলিগুড়িতে রয়ে যায়। স্বামী ছেড়ে যাওয়ার পর একাকীত্বে ভুগছিল। একাকীত্ব দূর করতে শিলিগুড়িতে বিভানের সঙ্গে নতুন করে সংসার শুরু করে শিলা । ২০২০ সালে বিভান ও শীলার ঘরে তিনটি সন্তান জন্ম নেয়। সেবার তিনটি পুত্র সন্তান হয়। গত ১১ মার্চ ফের শীলা পাঁচটি সন্তান প্রসব করেছে। এ নিয়ে শীলার মোট সন্তান ১০টি। শীলার বয়স এখন ৮ বছর। রাজ্য জু অথরিটির মেম্বার সেক্রেটারি সৌরভ চৌধুরী বলেন, ‘এই নিয়ে তিনবার সন্তান জন্ম দিল শীলা। নবজাতকদের বয়স মাত্র চারদিন। মা ও পাঁচ শাবক সুস্থ রয়েছে। এখনও পর্যন্ত তাদের লিঙ্গ চিহ্নিত করা যায়নি।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34