- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুন ১৮, ২০২৪
বিরল স্নায়োবিক রোগে আক্রান্ত অলকা ইয়াগ্নিক, অনুরাগীদের উদ্দেশ্যে দিলেন মর্মস্পর্শী বার্তা
অলকা ইয়াগ্নিক, নব্বই দশকের বলিউড মানেই কুমার শানু , উদিত নারায়ণ কিংবা অভিজিতের সঙ্গে জুটিতে তাঁর কণ্ঠে একের পর এক সুপার হিট গান। তাঁর সুমধুর কণ্ঠে আসমুদ্রহিমাচল মাতোয়ারা হয়েছিল ।হিন্দি তো বটেই, গান গেয়েছেন বিভিন্ন ভারতীয় ভাষায়। তাঁর গাওয়া রেকর্ডকৃত গানের সংখ্যা প্রায় ২০হাজারের বেশি। বলিউডের সেরা সুরকার গীতিকারদের সঙ্গে কাজ করেছেন তিনি। এহেন কিংবদন্তী শিল্পীর একটি মর্মান্তিক পোস্টে রীতিমতো শোকাচ্ছন্ন অনুরাগীরা।
ইন্সটাগ্রামে ১৭ জুন একটি ছবি পোস্ট করেন অলকা।সেই পোস্টে তিনি জানিয়েছেন, আমার সমস্ত ভক্ত, বন্ধু, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের বলছি। কয়েক সপ্তাহ আগে, আমি যখন বিমান থেকে নামছিলাম, তখন হঠাৎ অনুভব করলাম যে আমি কিছুই শুনতে পাচ্ছি না। কয়েক সপ্তাহ পর, আমি এখন আমার সমস্ত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য এই পোস্ট করছি,’ । আটান্ন বছর বয়সী শিল্পী লিখেছেন, ‘ভাইরাল সংক্রমণের কারণে আমি একটি বিরল সংবেদনশীল স্নায়ুর সমস্যায় ভুগছি। যার কারণে হ্রাস পেয়েছে আমার শোনার ক্ষমতা। এই আকস্মিক ধাক্কা অজান্তেই আমার শরীরে বাসা বেঁধেছে। আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন। ‘ অনুরাগীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আমার অনুরাগী ও তরুণ সহকর্মীদের খুব জোরে মিউজিক শোনা এবং হেডফোনের সংস্পর্শে আসার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেবো। আমি আমার পেশাগত জীবনের স্বাস্থ্যগত সমস্যাগুলি সকলকে শেয়ার করতে চাই।। আমার আশা, আপনাদের সকলের ভালোবাসা এবং সমর্থনে আবার সেরে উঠব। আমার বিশ্বাস, শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসব।’
View this post on Instagram
অলকা ইয়াগ্নিকের এই পোস্টের উত্তরে শিল্পী ইলা অরুণ লিখেছেন, ‘এটা শুনে খুবই কষ্ট পেলাম। আমি তোমার ছবি দেখেছি এবং সঙ্গে সঙ্গে আমার প্রতিক্রিয়া জানিয়েছি ।তারপর অবশ্য যা পড়লাম , তা অত্যন্ত হৃদয়বিদারক। ডাক্তারদের ওপর ভরসা রাখো।তুমি ভালো থাকবে এবং শীঘ্রই আমরা তোমার মিষ্টি কন্ঠ শুনতে পাব। ভালোবাসা। নিজের যত্ন নিও। ‘ মন্তব্য করেছেন সোনু নিগমও। তিনি লিখেছেন, ‘ আমার মনে হয়েছিল সব ঠিক নেই। ফিরেই দেখা করবো। দ্রুত সুস্থ হও। ‘ বস্তুত দীর্ঘদিন ধরে সমাজমাধ্যম ও গণমাধ্যমে অনুপস্থিত অলকাকে নিয়ে ভক্তদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছিল। তার মধ্যে এমন একটি খবরে স্বাভাবিকভাবে মুষড়ে পড়েছেন তাঁরা।
❤ Support Us