Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১৫, ২০২৩

‌চুম্বন বিতর্কের রেশ, দেশের হয়ে না খেলার সিদ্ধান্তে অনড় বিশ্বকাপজয়ী স্পেনের ২৩ ফুটবলার

আরম্ভ ওয়েব ডেস্ক
‌চুম্বন বিতর্কের রেশ, দেশের হয়ে না খেলার সিদ্ধান্তে অনড় বিশ্বকাপজয়ী স্পেনের ২৩ ফুটবলার

বিশ্বকাপ মঞ্চে চুম্বন বিতর্কের পর বেশ কয়েকটা কঠোর সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। বিতর্কে জড়িয়ে পড়া ফেডারেশন প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে রুবিয়ালেসের ঘনিষ্ট  বিশ্বকাপজয়ী কোচ হোর্হে ভিলদাকে। এরপরেও দেশের হয়ে খেলতে রাজি নন স্পেনের মহিলা ফুটবলাররা। তাঁরা আরও বেশ কয়েকটা পরিবর্তনের দাবিতে অনড়।
চুম্বন বিতর্কের পরপরই বিশ্বকাপ জেতা ২৩ জন ফুটবলার ফুটবল ফেডারেশনে বেশ কয়েকটা পরিবর্তন চেয়েছিলেন। তাঁদের কয়েকটা দাবি মেনে নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে কোচ ভিলদাকে সরিয়ে দেওয়া, রুবিয়ালেসের পদত্যাগ। হারমোসা, বোনমাতিদের এই দুটি শর্ত পূরণ হয়েছে। কিন্তু বাকি শর্ত এখনও পূরণ হয়নি। সেগুলি পূর্ণ না হলে ২৩ জন ফুটবলার জাতীয় দলের হয়ে খেলবেন না বলে জানিয়েছেন।
উয়েফা নেশনস লিগে ২২ ও ২৬ সেপ্টেম্বর সুইডেন ও সুইজারল্যান্ডের সঙ্গে দুটি ম্যাচ খেলার কথা স্পেনের। এই দুটি ম্যাচের জন্য আজই দল ঘোষণা করার কথা নতুন কোচ মোনৎসা তোমের। কিন্তু ফুটবলাররা দেশের হয়ে খেলতে অস্বীকার করায় সমস্যায় পড়েছেন তিনি। হোর্হে ভিলদার পরিবর্তে মোনৎসা তোমের হাতে মহিলা দলের দায়িত্ব তুলে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ২০১৮ সাল থেকে তিনি ভিলদার সহকারী ছিলেন।
বিশ্বকাপ মঞ্চে জেনি হারমোসোকে চুমু খাওয়া স্পেনের ফুটবল প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। আগেই তাঁকে নির্বাসিত করেছিল ফিফা। রুবিয়ালেসের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন হারমোসো।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!