Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • মার্চ ১৬, ২০২৩

কাশ্মীরের নির্বাচনের দাবিতে দিল্লিতে ফারুকের দরবার।সঙ্গে ১৩ দলের প্রতিনিধিরা

আরম্ভ ওয়েব ডেস্ক
কাশ্মীরের নির্বাচনের দাবিতে দিল্লিতে ফারুকের দরবার।সঙ্গে ১৩ দলের প্রতিনিধিরা

জম্মুকাশ্মীরে নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাজধানীতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন। গত ১১ মার্চই এই সিদ্ধান্ত গৃহীত হয় ফারুক আবদুল্লার বাসভবনে জম্মুকাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠকের পরে। প্রসঙ্গত, এদিন নির্বাচন কমিশনে যাচ্ছে যে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা, এদের মধ্যে ন্যাশনাল কনফারেন্স ছাড়াও রয়েছে পিপল’স ডেমোক্রেটিক পার্টি, কংগ্রেস, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টি, সিপিআই, সিপিএম এবং আওয়ামি ন্যাশনাল কনফারেন্স।

তবে বিজেপি ও বিজেপির সহযোগী অপেক্ষাকৃত ছোট রাজনৈতিক দলগুলির কোনও প্রতিনিধি এই প্রতিনিধিদলে থাকছেন না বলে জানা গিয়েছে। ২০১৮ সালে বিজেপি ও পিডিপি জোট সরকারের পতনের পর থেকেই জম্মুকাশ্মীর কেন্দ্ৰশাসিত।

সূত্রের খবর, এদিন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লার নেতৃত্বাধীন ওই প্রতিনিধিদলের সদস্যরা রাজধানীর রফি মার্গে কনস্টিটিউশন ক্লাবে বিরোধী জাতীয় দলগুলির নেতৃত্বের সঙ্গে দেখা করবেন। নির্বাচন কমিশনারেরর সঙ্গে সাক্ষাতের পরে তাঁদের জানানো হবে জম্মুকাশ্মীরের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে। দিল্লি থেকে জম্মুকাশ্মীরে ফিরে পরবর্তী পদক্ষেপ কী হবে, সেব্যাপারে বৈঠকে বসবেন ওই রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা।

২০১৯ সালেই জম্মুকাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। এরপর ২০১৯ সালেই জম্মু-কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই জম্মু-কাশ্মীরের আঞ্চলিক দলগুলি এবং কংগ্রেসের তরফে গণতন্ত্র ফেরাতে জম্মুকাশ্মীরে নির্বাচনের দাবি জানানো হচ্ছে।

সূত্রের খবর, এদিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচন কমিশনারকে দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি জমা দেবেন। উল্লেখ্য, এই প্রথম বিভিন্ন রাজনৈতিক দল জম্মুকাশ্মীরে নির্বাচনের দাবিতে একই ছাতার তলায় এল।


  • Tags:

Read by: 102 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!