- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ডিসেম্বর ১৪, ২০২৪
১৮ ঘন্টা জেলবন্দী থাকার পর মুক্তি পেলেন আল্লু অর্জুন

১৮ ঘন্টা জেলবন্দী থাকার পর অবশেষে মুক্তি পেলেন তেলেগু অভিনেতা আল্লু অর্জুন। তেলেঙ্গানা হাইকোর্টে জামিন মঞ্জুর করার পরে শনিবার সকালে হায়দরাবাদের চঞ্চলগুদা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এই জনপ্রিয় দক্ষিণী অভিনেতা। ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২:দ্য রিল’ স্ক্রিনিংয়ের সময় পদদলিত হওয়ার পরে এক মহিলার মৃত্যুর ঘটনায় শুক্রবার তাঁক গ্রেফতার করা হয়েছিল।
৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধা থিয়েটারে ‘পুস্পা ২:দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার ছিল। আল্লু অর্জুনকে দেখার জন্য হাজার হাজার গুনমুগ্ধ সন্ধ্যা থিয়েটারের সামনে ভিড় জমিয়েছিলেন। প্রবল ভিড়ে ৩৫ বছর বয়সী এক মহিলা পদপিস্ট হয়ে মারা যান। তাঁর ৮ বছরের ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত মহিলার পরিবার প্রাথমিকভাবে একটা অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগের ভিত্তি আল্লু অর্জুন, তার নিরাপত্তা দল এবং থিয়েটার কর্তৃপক্ষর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা নথিভুক্ত করা হয়।
অভিনেতার আইনি দল যুক্তি দিয়েছিল যে থিয়েটার ম্যানেজমেন্ট ঘটনাটি সম্পর্কে পুলিশকে অবহিত করেছিল এবং চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার জন্য অনুরোধ করেছিল। আল্লু অর্জুনের পক্ষ থেকে ইচ্ছাকৃত অবহেলা ছিল না। এই ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিত। মৃত মহিলার স্বামী আল্লু অর্জুনকে দোষারোপ করেননি। তিনি অভিনেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে ইচ্ছুক ছিলেন।
এরপর আল্লু অর্জুনকে শুক্রবার সকালে হায়দরাবাদ সিটি পুলিশ গ্রেফতার করে এবং চিক্কদপল্লী থানায় নিয়ে যায়। এরপর অভিনেতাকে স্থানীয় আদালত ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল। বিচার বিভাগীয় হেফাজতে যাওয়ার পর অভিনেতার আইনজীবীরা তেলঙ্গানা হাইকোর্টে জামিনের জন্য আবেদন করে। এরপর রাতেই চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে তেলেঙ্গনা হাইকোর্ট। জামিনের শর্ত হিসেবে তেলেঙ্গানা হাইকোর্ট আল্লু অর্জুনকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। জানিয়েছে, একজন অভিনেতাকে কেবল তাদের অবস্থার জন্য শাস্তি দেওয়া যায় না, তবে অবহেলায় জড়িত থাকলে তাঁকে জবাবদিহি করতে হবে।
জামিনের আদেশ সময়মতো কারা কর্তৃপক্ষের কাছে না পৌঁছনোয় কারাগারেই রাত কাটাতে হয় আল্লু অর্জুনকে। রাতে জেলের মেঝেতেই ঘুমিয়েছিলেন। অবশেষে জামিনের নথি পাওয়ার পর শনিবার সকালেল কারাগার থেকে মু্ক্তি পান। শনিবার সকালে জেল থেকে বেরিয়ে আসার পর আল্লু অর্জুন বলেন, ‘আমি একজন আইন মান্যকারী নাগরিক। বিচারের ক্ষেত্রে সবধরণের সহযোগিতা করব। আমি আবারও মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই। এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা।’
❤ Support Us