Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জানুয়ারি ২৩, ২০২৬

কোভিড মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ, আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে দাঁড়াল আমেরিকা, বকেয়া ২৬ কোটি ডলার

আরম্ভ ওয়েব ডেস্ক
কোভিড মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ, আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে দাঁড়াল আমেরিকা, বকেয়া ২৬ কোটি ডলার

করোনা মহামারী মোকাবিলায় সম্পুর্ণভাবে ব্যর্থ, এমন অভিযোগ তুলে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের আলোচনার পর আমেরিকা ‘হু’-র সদস্যপদ ছেড়ে দিয়েছে। এই পদক্ষেপের সঙ্গে যুক্ত রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের দায়িত্ব গ্রহণের পর নেওয়া সেই পূর্বঘোষিত সিদ্ধান্ত, যার ভিত্তিতে তিনি নির্দেশনামায় স্বাক্ষর করেছিলেন।

মার্কিন প্রশাসনের অভিযোগ, কোভিড-১৯ অতিমারিতে হু যথাযথভাবে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। সংস্থাটি করোনা পরিস্থিতিকে বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করতে দেরি করেছে। হোয়াইট হাউসের তরফ থেকে আরও অভিযোগ করা হয়েছে, হু বর্তমানে বিভিন্ন দেশের প্রভাবের কারণে রাজনৈতিকভাবে প্রভাবিত এবং দীর্ঘদিন ধরে সেখানে কোনো সংস্কার হয়নি। অর্থনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সহায়তা দানকারী দেশ হলেও, হু-র পরিচালক জেনারেলের পদে কোনো মার্কিনি এ পর্যন্ত বসেননি। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থার কাছে যুক্তরাষ্ট্রের বকেয়া অর্থ প্রায় ২৬ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৪০০ কোটি টাকা)। তবে এই অর্থ পরিশোধ করা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ব্লুমবার্গের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে হু-কে সবচেয়ে বেশি আর্থিক অনুদান দিয়েছে মার্কিন স্বাস্থ্য বিভাগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্তমানে পোলিও নির্মূলকরণ, শিশু ও প্রসূতি পুষ্টি, রোগনির্ণয় এবং রোগনির্মূলসহ বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি পরিচালনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র সংস্থা থেকে সরে যাওয়ায় এই কার্যক্রমগুলো বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র এবং হু-র দীর্ঘদিনের বৈজ্ঞানিক সহযোগিতা ছিন্ন হওয়া এবং মার্কিন আর্থিক সহায়তা বন্ধ হওয়া দেশীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড়ো ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করবে। তবে, হোয়াইট হাউসের মুখপাত্রের বক্তব্য, ‘আমাদের লক্ষ্য একটি স্বচ্ছ, রাজনৈতিক প্রভাবমুক্ত এবং কার্যকর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠন করা। সে লক্ষ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র হু-র সঙ্গে আর্থিক বা প্রশাসনিক সহযোগিতা অব্যাহত রাখবে না।’ এই পদক্ষেপের পর বিশ্বের বিভিন্ন দেশে হু-র কার্যক্রমে মার্কিন কর্মকর্তাদের উপস্থিতি সীমিত করতে শুরু করেছে ওয়াশিংটন। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থায় মার্কিন প্রভাবের অভাব বিশ্বে করোনা-মতো মহামারীর মোকাবিলা আরও জটিল করে তুলতে পারে।


  • Tags:
❤ Support Us
একটি গাছের গল্প গ | ল্প রোব-e-বর্ণ
মহানায়ক বনাম খলনায়ক পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
কালো পাখি গ | ল্প রোব-e-বর্ণ
error: Content is protected !!