Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ৩০, ২০২৩

ব্রিটেনে গুরুদ্বারে ঢুকতে বাধা ভারতীয় রাষ্ট্রদূতকে, ভারত বিদ্বষের অভ্যাস ?

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্রিটেনে গুরুদ্বারে ঢুকতে বাধা ভারতীয় রাষ্ট্রদূতকে, ভারত বিদ্বষের অভ্যাস ?

ভারত-কানাডার মধ্যে সম্পর্ক তিক্ত হওয়ার কারণ কানাডায় খালিস্তানি হারদীপ সিং নিজ্জার হত্যা এবং তা নিয়ে কানাডার প্রধানমন্ত্রীর ভারতের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে অভিযোগ করা। এবার কী এই আবহে খালিস্তানিদের কার্যকলাপ বিশ্বজুড়ে বাড়ছে? ভারতে সন্ত্রাস সৃষ্টি করে দেশকে টুকরো করার স্বপ্নে কী আবার মশগুল হচ্ছে ভিন্দ্রেনওয়ালের অনুগামীরা? এই প্রশ্ন যখন উঠছে তখনই  ব্রিটেনের এক গুরুদ্বারে ভারতীয় রাষ্ট্রদূতকে ঢুকতে বাধা দিল শিখ বিচ্ছিন্নতাবাদীরা! এই ঘটনা ভারতে খালিস্তানি জঙ্গি তৎপরতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল।

খালিস্তানিদের রোষের মুখে পড়েন ব্রিটেনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী। শুক্রবার স্কটল্যান্ডের একটি গুরুদ্বারে তিনি ঢুকতে গেলে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। একদল উগ্রপন্থী ব্রিটিশ শিখের আপত্তিতে গ্লাসগোর ওই ধর্মস্থানটিতে প্রবেশ করতে পারেননি দোরাইস্বামী। এই ঘটনা নিয়ে নয়াদিল্লি ও লন্ডনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। কারণ, এর আগেও সেদেশে খালিস্তানিদের রোষের মুখে পড়তে হয়েছে ভারতের কূটনীতিবিদদের।

উল্লেখ্য, কয়েক মাস আগে খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে গ্রেপ্তারির চেষ্টার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিশ্বের নানা প্রান্তের খালিস্তানি সংগঠনের সদস্যরা। ব্রিসবেন, লন্ডন, সান ফ্রান্সিসকো সহ একাধিক জায়গায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব চালায় হলুদ পতাকাধারীরা এই খালিস্তানীপন্থীরা। লন্ডনের হাই কমিশনের ভারতের জাতীয় পতাকা খুলে নিয়ে সেখানে হলুদ পতাকা লাগিয়ে দেওয়া হয়। ভারত বিরোধী স্লোগানও দেওয়া হয়। এবার ব্রিটেনের এক গুরুদ্বারে ভারতীয় রাষ্ট্রদূতকে ঢুকতে বাধা দিয়ে পরিস্থিতি আরও ঘোরাল করে তুলল খলিস্তানিরা।

গত  ১৮ জুন, ২০২৩, কানাডায় গুলি করে খুন করা হয় কুখ্যাত খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিয্যারকে। সুরেতে একটি গুরুদ্বারের সামনে খালিস্তান টাইগার ফোর্সের প্রধানের উপর গুলিবৃষ্টি করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা। কে বা কারা নিজ্জার হত্যায় যুক্ত তা এখনও জানা যায়নি। তবে কানাডা সরকারের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে ভারতের হাত রয়েছে। এই খুনের ঘটনায় কোনও প্রমাণ ছাড়াই সরব হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার পর থেকেই নয়াদিল্লি ও কানাডার মধ্যে বেনজির কূটনৈতিক টানাপোড়েন চলবে। পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছে আমেরিকা। তবে আমেরিকায় তদন্তে কানাডাকে ভারত যাতে সহযোগিতা করে সেই অনুরোধ করেছে। তবে ভারতের এ ক্ষেত্রে অবস্থান স্পষ্ট, যে খুনের সঙ্গে তারা জড়িত বলে ভারতের বিরুদ্ধে ট্রুডো অভিযোগ করছেন, সেই অভিযযোগের সপক্ষে তিনি তাহলে তথ্য প্রকাশ্যে আনুন, সেটা না করে এক পাক্ষিক অভিযোগ করলে সেই তদন্তে ভারত সহায়তা করে কী ভাবে?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!