- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ৩, ২০২৪
প্যারিস যাচ্ছেন ৬ বক্সার, এবার অলিম্পিকের ছাড়পত্র পেয়ে গেলেন অমিত পাঙ্গাল ও জেসমিন লাম্বোরিয়া

দুদিন আগেই প্রথম ভারতীয় পুরুষ বক্সার হিসেবে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছিলেন নিশান্ত দেব। তাঁর দেখানো পথ ধরে আরও এক ভারতীয় বক্সার প্যারিস অলিম্পিকে জায়গা করে নিলেন। ব্যাঙ্ককে অনুষ্ঠিত অলিম্পিকের যোগ্যতা অর্জন প্রতিযোগিতায় ৫১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে চীনের চুয়াং লিওকে হারিয়ে অলিম্পিকের কোটা ছিনিয়ে নিয়েছেন অমিত পাঙ্গাল। শুধু অমিতই নন, অলিম্পিকে কোটা নিশ্চিত করেছেন জেসমিন লাম্বোরিয়াও।
প্যারিস অলিম্পিকে জায়গা করে নেওয়া যথেষ্টই কঠিন ছিল অমিত পাঙ্গালের কাছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়ীর কাছে এটাই ছিল শেষ সুযোগ। কারণ তিনি ভারতীয় বক্সিং ফেডারেশনের মূল্যায়ন পদ্ধতির ভিত্তিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী দীপক ভোরিয়ার কাছে জায়গা হারিয়েছিলেন। টোকিও অলিম্পিকের পর অমিত পাঙ্গালের কাছে এটাই ছিল বড় প্রতিযোগিতা। অলিম্পিকের যোগ্যতা অর্জন করতে গেলে বিশ্বযোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে ৫১ কেজি বিভাগে চীনের চুয়াং লিও এর বিরুদ্ধে জেতা ছাড়া রাস্তা ছিল না অমিত পাঙ্গালের। ৫-০ ব্যবধানে উড়িয়ে তিনি সেমিফাইনালে পৌঁছে যান।
অন্যদিকে, মহিলাদের ৫৭ কেজি বিভাগে অলিম্পিকের কোটা পেয়েছিলেন পারভিন হুডা কিন্তু ডোপ সংক্রান্ত ব্যাপারে নির্বাসিত হওয়ায় তিনি অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবেন না। তাঁর জায়গায় কোটা পুনরুদ্ধারের জন্য ভারতীয় বক্সিং ফেডারেশন জেসমিন লাম্বোরিয়াকে সুযোগ দিয়েছিল। ৬০ কেজি বিভাগ থেকে ৫৭ কেজি বিভাগে নেমে এসেছিলেন জেসমিন। এই দিন তিনি সহজেই উড়িয়ে দেন মালির বক্সার মারিনে কামারাকে।
অমিত পাঙ্গাল ও জেসমিন লাম্বরিয়া অলিম্পিকে কোটা পাওয়ার সঙ্গে সঙ্গে ভারত থেকে মোট ৬ জন বক্সার প্যারিসের টিকিট জোগাড় করে নিলেন। পুরুষদের ৭১ কেজি বিভাগে নিশান্ত দেব, ৫১ কেজি বিভাগে অমিত পাঙ্গাল। এছাড়া মহিলাদের ৫০ কেজি বিভাগে নিখাত জারিন, ৫৪ কেজি বিভাগে প্রীতি পাওয়ার, ৫৭ কেজি বিভাগে জেসমিন লাম্বোরিয়া, ৭৬ কেজি বিভাগে লভলিনা বরগোহাইন।
❤ Support Us