- দে । শ
- ডিসেম্বর ৫, ২০২৩
শিশিরের বিরুদ্ধে কুণালের চিঠি, প্রাপ্তি স্বীকার শাহের
শুভেন্দু অধিকারীর বাবা তৃণমূলের সাংসদ শিশির কাধিকারীর সম্পত্তি বৃদ্ধির তথ্য দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অনুরোধ করেছিলেন, শিশিরবাবুকে সিবিআই হেফাজতে নিয়ে তাঁর সম্পত্তি বৃদ্ধির বিষয়ে তদন্ত করুক। কুণাল ঘোষের এই চিঠির প্রাপ্তি শিকার করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কুণাল ঘোষ মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে অমিত শাহের সই করা এই চিঠি পোস্ট করে লিখেছেন, “শিশির অধিকারীর সম্পত্তিতে বিপুল বৃদ্ধি ও অসঙ্গতি। তদন্ত চেয়ে চিঠি দিয়েছিলাম। অমিত শাহর তরফ থেকে উত্তরে জানলাম চিঠি পেয়েছেন। সিবিআই সূত্র থেকে জানলাম চিঠি পৌঁছেছে। দিল্লি বাধা না দিলে তদন্ত নিশ্চিত। সারদা মামলায় অন্তর্ভুক্ত করে এর তদন্ত দরকার অবিলম্বে। শিশিরবাবুকে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে।”
অমিত শাহের প্রিয় পাত্র শুভেন্দু অধিককারীর বাবা শিশির অধিকারী, খাতায় কলমে এখনও তৃণমূল সাংসদ, তাঁকে হেফাজতে নিয়ে তদন্ত চালানোর আর্জি জানিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল মঙ্গলবার নিজেই জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ সেই চিঠির প্রাপ্তি স্বীকারও করছেন।
শিশির অধিকারী এখনও খাতায় কলমে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ। কিন্তু সাংসদ পরিচয়ের চাইতেও তৃণমূলের কাছে শিশির অধিকারীর পরিচয় তিনি তৃণমূলের চোখে “গোড্ডার” বর্তমান বিজেপি বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা। আর এই শুভেন্দু অধিকারী এখন তৃণমূলের গলার কাঁটা। যে কোনও সময় , রাজ্যের যে কোনও প্রান্ত থেকে শুভেন্দু তৃনমূলের সবাই চোর বলে স্লোগান দিয়ে উঠছেন। গত কয়েক দিন ধরে শুভেন্দু রাজ্যের তৃণমূলের নেতৃত্বাধীন সরকারকে ‘চোর’ বলে আক্রমণ করার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছেন। সোমবারই সাদা টি-শার্টে কালো হরফে “মমতা চোর” লিখে সভা করেন তিনি।
কুণালের দাবি, “সারদা মামলায় অন্তর্ভুক্ত করে এর তদন্ত দরকার অবিলম্বে। শিশিরবাবুকে হেফাজতে নিয়ে ওই তদন্ত করতে হবে।” তবে কুণালের এই দাবির পাল্টা জবাব দিয়েছেন শিশিরও। একটি টেলিভিশন চ্যানেলকে এই প্রসঙ্গে টেলিফোনে শিশির অধিকারী বলেছেন, “যে সম্পত্তির কথা বলা হচ্ছে, সেটি ১৯৬৮ সালে কেনা। আর যিনি এই ব্যাপারে কথা বলছেন, তিনি তখন জন্মাননি।”
তবে মঙ্গলবার এই চিঠির কথা প্রকাশ্যে আনলেও কুণালের কাছে শাহের এই চিঠি আসে ১ ডিসেম্বর। কুণাল অমিত শেষের কাসহ থেকে তাঁর চিঠির প্রার্থী স্বীকার করে চিঠি পাওয়ায় যে খুশি সেটা টানে পোস্টে স্পষ্ট তবে তিনি সন্দিহান শিশিরের বিরুদ্ধে দিল্লির বাধায় শেষ পর্যন্ত সিবিআই-র তদন্ত আটকে যেতে পারে। এই সম্ভাবনার কথাও কুণাল তাঁর এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘‘লোকসভার সাংসদ শিশির অধিকারীকে নিয়ে আপনার কাছ থেকে পাওয়া গত ৮ নভেম্বরের চিঠিটি হাতে পেলাম।’’ আর শাহের এই চিঠি কুণালের হাতে আসে দিন চারেক আগে গত ১ ডিসেম্বর।
❤ Support Us