Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ৬, ২০২২

এপ্রিলের মাঝামাঝি বাংলায় আসছেন অমিত শাহ । তোড়জোড় শুরু পদ্মশিবিরে

আরম্ভ ওয়েব ডেস্ক
এপ্রিলের মাঝামাঝি বাংলায় আসছেন অমিত শাহ । তোড়জোড় শুরু পদ্মশিবিরে

শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে । এর পাশাপাশি রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভবনা রয়েছে। বিজেপি সূত্রে খবর, এপ্রিলের মাঝামাঝি সময়ে দুই দিনের বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ। একুশের ভোটর পরে এই প্রথম বঙ্গে রাখতে চলেছেন অমিত শাহ, তোড়জোড় পদ্মশিবিরে বঙ্গ ‘শাহি’ সফরের সম্ভাবনা বাংলার সংগঠনকে আবার মজবুত করতে তৎপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। চলতি মাসেই রাজ্যে আসতে পারেন অমিত শাহ। বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘এই মাসেই ওনার (অমিত শাহ) একটি সরকারি অনুষ্ঠানে আসার সম্ভাবনা আছে । রাজ্যের উপনির্বাচন পর্ব মিটলেই বাংলায় আসবেন তিনি । শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানেও যোগ দিতে পারেন । এখনও পর্যন্ত যা খবর, তাতে ১৬ এবং ১৭ এপ্রিল বাংলায় আসতে পারেন শাহ । তাঁর দুটি সরকারি কর্মসূচি আছে। এই দুটি সরকারি কর্মসূচি শেষে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করবেন। প্রায় এক বছর পর অমিত শাহ বাংলায় আসছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এই প্রথম তিনি রাজ্যে আসছেন। উল্লেখ্য, তাঁর এই সফর সূচি এর আগেও একবার স্থির হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে তা বাতিল হয়ে যায়। তবে বঙ্গ বিজেপি সূত্রে খবর, এই বার তাঁর বাংলার সফরসূচি প্রায় চূড়ান্ত এবং সেই মতো ‘শাহি’ বৈঠকের জন্য তাঁরা প্রস্তুতিও নিতে শুরু করে দিয়েছেন।

বিষয়টি নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, তিনি আসছেন। আমরা আশা করব, তিনি সীমান্তরক্ষী বাহিনীকে বলবেন সীমান্তকে ঠিকভাবে পাহাড়া দিতে। কারণ, তাঁর দলই অভিযোগ করছে, সীমান্তে ঠিকঠাক পাহাড়া হচ্ছে না। আবার তাঁর দফতরের বাহিনী পাহাড়া দিচ্ছে। বিষয়টা পরস্পরবিরোধী হয়ে যাচ্ছে।’ সেই সঙ্গে তৃণমূল নেতার আরও সংযোজন, “তবে আমার মনে হয়, অমিত শাহ যখন তাঁর দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন, তখন আলাদা আলাদা জ়োন বা টেবিল করে দেবেন। আদি বিজেপি, তৎকাল বিজেপি, পরিযায়ী বিজেপি এবং সাময়িক বিজেপি। কারণ, আপনার সঙ্গে দেখা হবে কয়েকজন সাংসদ বিধায়কের। কিন্তু ছয় মাস পর তাঁরা আর আপনার দলে থাকবেন না। সেই কারণে, সাময়িক বিজেপির একটি টেবিল রেখে দেবেন।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!