- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৫, ২০২৩
জম্মু-কাশ্মীর ইস্যুতে, সংসদে অমিত বার্তা: “এক প্রধান, এক নিশান, এক বিধান”
মঙ্গলবার লোকসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধন) বিল এবং জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধন) বিল ২০২৩ পেশ হয়েছে। সেই বিল দুটোর উপর আলোচনার সময়ই সৌগত রায় বলেন, “ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্লোগান এক প্রধান, এক নিশান, এক বিধান– রাজনৈতিক স্লোগান ছিল।”
সৌগত রায়ের এই বক্তব্যের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সৌগত রায়কে বলেন, “আপনার মন্তব্য আপত্তিজনক। আপনার বয়স হয়ে গেছে। একটা দেশে দুই প্রধানমন্ত্রী, দুই সংবিধান ও দুই পতাকা কী করে হতে পারে? যাঁরা এমনটা করেছিলেন, তাঁরা ভুল করেছিলেন। মোদি এটা ঠিক করেছেন। আমরা ১৯৫০ সাল থেকেই বলেছি দেশে এক প্রধান, এক নিশান ও এক বিধান থাকা দরকার। আর আমরা সেটা করেছি।”
কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার গত ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ও ৩৫এ ধারার অবলুপ্তি ঘটিয়েছে। ৩৭০ ধারা বলে জম্মু ও কাশ্মীর সম্পর্কিত প্রতিরক্ষা, বৈদেশিক বিষয় এবং যোগাযোগ সংক্রান্ত আইন প্রণয়নের অধিকার ছিল রাজ্য সরকারের উপর। দেশের সংবিধানের বহু ধারা জম্মু-কাশ্মীরে কার্যকর ছিল না। অন্য রাজ্যের লোক জম্মু ও কাশ্মীর জমিও কিনতে পারতেন না। ৩৭০ ধারা অবলুপ্তি ঘটিয়ে জম্মু-কাশ্মীরের সেই বিশেষ মর্যাদার অবলুপ্তি ঘটানো হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে জম্মু-কাশ্মীরের এই ইস্যুটাকে মোদি সরকারের অন্যতম সাফল্য হিসেবে তুলে ধরতে যে বিজেপি কোনও রকম বিলম্ব করবে না সেইয়া অমিত শাহ মঙ্গলবার সংসদে বুঝিয়ে দিলেন।
❤ Support Us