- দে । শ
- অক্টোবর ২৭, ২০২৩
মান্ধাতার ব্রিটিশ আইনের পরিবর্তনে আসছে নতুন বিল, জানালেন অমিত
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার হায়দরাবাদে এক অনুষ্ঠানে বলেছেন, ভারতীয় দণ্ডবিধি বা আইপিসি, সিআরপিসি এবং ভারতীয় প্রমাণ আইন প্রতিস্থাপনকারী তিনটি নতুন বিল শীঘ্রই সংসদে পাস হবে।
হায়দরাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমিতে আইপিএস ক্যাডেটদের পাসিং আউট প্যারেডে বক্তৃতা দিতে গিয়ে অমিত শাহ বলেন, “ভারত ব্রিটিশ শাসনকালে প্রণীত আইন মেনে চলছে। এই আইনের পরিবর্তে নতুন আত্মবিশ্বাস ও নতুন আশা নিয়ে একটি নতুন যুগে দেশ প্রবেশ করছে।” অমিত শাহ বলেন, “স্বরাষ্ট্র দফতরের সংসদীয় কমিটি তিনটি নতুন বিল পর্যালোচনা করছে এবং এই বিলগুলি শীঘ্রই সংসদে পাস হবে।” আগামী ৬ নভেম্বরই এই নিয়ে বিশেষ বৈঠক ঠেকেছে ওই কিমিটি।
অমিত শাহ বলেন, “নতুন আইন জনগনের অধিকার রক্ষার লক্ষ্যে তৈরি করা হয়েছে।” মহিলা আইপিএস ক্যাডেটডের সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করে অমিত শাহ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ নারী-নেতৃত্বাধীন উন্নয়নে এগিয়ে চলেছে।
❤ Support Us