- এই মুহূর্তে দে । শ
- জুন ১৫, ২০২৪
জম্মু কাশ্মীরের নিরাপত্তা নিয়ে শাহী-বৈঠক ১৬ জুন
জম্মু কাশ্মীরের ক্রমবর্ধমান সন্ত্রাসের ঘটনায় নড়েচড়ে বসল স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রী অমিত শাহ গত ১৪জুন সমস্ত পরিস্থিতি পর্যালোচনার পর আগামীকাল ১৬জুন একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন। সেখানে উপস্থিত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা,সেনাবাহিনী ও সিআরপিএফের উচ্চপদস্থ আধিকারিকেরা।
গত চারদিনে রাজ্যের রিয়াসি, কাঠুয়া ও ডোডা জেলায় সন্ত্রাসবাদীদের হাতে ন জন তীর্থযাত্রী ও একজন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে।প্রচুর মানুষ আহত হয়েছেন।
রাজৌরী, কাঠুয়া, সাম্বা প্রভৃতি এলাকায় অতিরিক্ত আধা সামরিক বাহিনী প্রেরণ করা হবে কিনা, সে বিষয়ে আলাপ আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।গোয়েন্দা সংস্থাগুলি সেনাবাহিনীকে জানিয়েছে যে বিগত কয়েক সপ্তাহে সীমান্তে অনুপ্রবেশ বেড়েছে।নাশকতা গোষ্ঠী লস্কর ই তইবা ওই এলাকায় তাদের কার্যকলাপ বাড়িয়েছে।গত বৃহস্পতিবার মোদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, জঙ্গি দমনের ক্ষেত্রে যতরকম ব্যবস্থা আছে,তার সবকটি ব্যবহার করতে হবে।এর জন্য নিরাপত্তা বাহিনী ও এজেন্সীর মধ্যে সমন্বয় করা দরকার । জম্মু কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতিতে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী শাহ কি পদক্ষেপ নেন ,নজর থাকবে সেদিকে।
❤ Support Us