- দে । শ
- এপ্রিল ১৩, ২০২৩
দুদিনের রাজ্য সফরে অমিত শাহ। অনুব্রতহীন বীরভূমে দুর্নীতি অস্ত্রে রাজ্যের শাসক দলকে শাহী আক্রমণের সম্ভাবনা
তৃণমূলের পাল্টা সভার আয়োজন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে বক্তব্য রাখবেন ফিরহাদ

শুক্রবার দুদিনের রাজ্য সফরে আসবেন অমিত শাহ। প্রথম দিনে বীরভূমের সিউড়িতে দলীয় সমাবেশে বক্তব্য রাখবেন বিজেপি নেতা। অনুব্রতহীন বীরভূমে প্রথম তিনি বীরভূমের মাটিতে পা রাখবেন । পাল্টা তৃণমূলের পক্ষ থেকেও একটি সভার আয়োজন একই জায়গায় একদিন পর করার কথা ভাবা হয়েছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে জেলার পর্যবেক্ষক ফিরহাদ হাকিম কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন। দু দলের শীর্ষ নেতৃত্বের সভাকে ঘিরে আপাতত সরগরম লালা মাটি।
বীরভূম থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি করতে চাইছে বিজেপি। কারণ এখানে গত নির্বাচনে দল দ্বিতীয়স্থান অধিকার করেছিল। ভোট প্রাপ্তির হার বেড়েছিল ২০.৫২ শতাংশ। সাতটি বিধাসনসভার মধ্যে চারটি যথা– দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া ও রামপুরহাটে এগিয়ে ছিল পদ্ম শিবির। কিন্তু ২০২১ সালে সাফল্য ধরে রাখতে তারা ব্যর্থ হয়। শুধুমাত্র দুবরাজপুরে জয়লাভ করে। লক্ষ্যণীয় বিষয় হল সিউড়ি ও রামপুরহাটে জয়ী প্রার্থীর সঙ্গে বিজেপির ব্যবধান ছিল ১০ হাজারেরও কম। এখন গোরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত তিহার জেলে বন্দী থাকায় রাজনৈতিক লাভের অঙ্ক কষছে গেরুয়া বাহিনী। তাই তুলনামূলক ‘সহজ’ যাতে কোনোরক্রমে হাতছাড়া না হয়য় তার জন্য শাহী তৎপরতা।
কেন্দ্রের শাসক দলকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় রাজ্যে শাসক দল। বীরভূমে দলের সঙ্গিন অবস্থার আঁচ পেয়ে নিজেই জেলা সংগঠনের দায়িত্ব গ্রহণ করেছেন। পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছেন নিজের অত্যন্ত বিশ্বস্ত ফিরহাদ ববি হাকিমকে। শুক্রবার অমিত শাহের সভার ঠিক এক দিন পর তিনিও সভা করবেন । বিজেপি যেমন দুর্নীতি অস্ত্রে রাজ্যকে বিদ্ধ করতে চাইছে। ঘাসফুল শিবিরে পঞ্চায়েতে গ্রামোন্নয়নে কেন্দ্রের আর্থিক বঞ্চনার কথা তুলতে পারে। জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী অবশ্য বলেছেন, ফিরহাদ হাকিমের সভা পূর্ব পরিকল্পিত। রবিবার বেণীমাধব ইনস্টিটিউটের মাঠে উনি বক্তব্য রাখবেন। মূল লক্ষ্য, ১০০ দিনের কাজ, আবাস যোজনার যে টাকা কেন্দ্র আটকে রেখেছে, সেসব আদায় করার জন্য জনগণকে লড়াইয়ে সামিল করা । তাঁর দাবি, অমিত শাহর সভায় যা লোক আসবে তার দ্বিগুণ লোক তৃণমূলের সভায় হাজির হবেন।
❤ Support Us