Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২১, ২০২৩

লোকসভায় গেরুয়া প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার কলকাতায় শাহ

আরম্ভ ওয়েব ডেস্ক
লোকসভায় গেরুয়া প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার কলকাতায় শাহ

আগামী রবিবার,২৪ ডিসেম্বর রাতে কলকাতায় আসছেন বিজেপি শীর্ষ নেতা অমিত শাহ। বৃহস্পতিবার দিল্লিতে অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিষ্ণুপুরের বিজেপি সৌমিত্র খাঁন।
এক মাসের মধ্যে অমিত শাহর ফের কলকাতায় আসার কারণ বাংলায় লোকসভা নির্বাচনের আগে বিজেপি দলকে উজ্জীবিত করা। আগামী ২৫ ডিসেম্বর অমিত শাহ সারাদিন রাজ্য বিজেপির সর্বস্তরের কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন, ভেট পরিস্থিতি খতিয়ে দেখবেন অমিত শাহ, রাজ্য বিজেপি সূত্রে এমনটাই জানা গেছে।

অমিত শাহর সঙ্গে বৈঠকের পর সুকান্ত মজুমদার তাঁর এক্স হ্যান্ডেলে এই বৈঠক সম্পর্কে একটি পোস্টে লিখেছেন, “সোনার বাংলা বিষয়ে আলোচনা হল।” বিজেপির কাছে “সোনার বাংলা”-র অর্থ হল বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকারের শাসন। তবে লোকসভা নির্বাচনের আগে সোনার বাংলা কেন? এই প্রশ্ন উঠেছে,  কেন না লোকসভা নির্বাচনে তো রাজ্যের ক্ষমতা বদল সম্ভব নয়। তবে বিজেপি মনে করে এই লোকসভা নির্বাচনে বেশি আসনে জয়ের মধ্যদিয়েই হবে আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির ক্ষমতায় আসার প্রারম্ভিক জয়, তাই সোনার বাংলার প্রসঙ্গ এসেছে।

অমিত শাহ ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫টি আসন পাওয়ার লক্ষ্য বঙ্গ বিজেপিকে ঠিক করে দিয়েছে। বাংলায় ৪২টি লোকসভা আসনের মধ্যে ৩৫টি আসন পাওয়ার জায়গায় যে বিজেপি সংগঠনগত ভাবে নেই, সেই বিষয়টি গত বিজেপির কোর কমিটির বৈঠকে দলের শীর্ষ নেতৃত্বের কাছে বঙ্গ বিজেপির নেতারা তুলে ধরেছেন। শুভেন্দু অধিকারী কোর কমিটির বৈঠকের পর বলেছিলেন, শুধু মুখে ভাষণ না দিয়ে বঙ্গ বিজেপি নেতাদের উচিত নিজেদের কেন্দ্রে যাতে জিততে পারেন সেই বিষয়টি দেখা। এই বৈঠকে দিলীপ ঘোষ বর্তমান বিজেপি রাজ্য নেতৃত্বের উপর ক্ষোভ প্রকাশ করেন। তবে সামগ্রিক ভাবে বাংলার বিজেপি দলকে শেষ পর্যন্ত নজরদারি করেন অমিত শাহই। তাই তিনি এবার বঙ্গ বিজেপির প্রাক নির্বাচনী অবস্থা পর্যালোচনা করতে রবিবার রাতে কলকাতায় আসছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!