Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৫, ২০২৩

আদালতের রায়ের পরেই মণিপুরে হিংসা শুরু, গুয়াহাটি থেকে শান্তি ফেরানোর বার্তা অমিতের

অশান্ত মণিপুরে ৩ দিনের সফর দ্রুত, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
আদালতের রায়ের পরেই মণিপুরে হিংসা শুরু, গুয়াহাটি থেকে শান্তি ফেরানোর বার্তা অমিতের

“আদালতের রায়ের পরেই মণিপুরে সংঘর্ষ শুরু হয়েছে। আমি উভয় পক্ষের কাছে শান্তি প্রতিষ্ঠার আবেদন জানাচ্ছি। সবাই ন্যায় বিচার পাবেন। কয়েকদিনের মধ্যেই আমি মণিপুরে যাচ্ছি, তিনদিন সেখানে থাকব। মণিপুরের মানুষের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য তখন কথা বলবো।”  বৃহস্পতিবার মণিপুর সংঘর্ষ ইস্যুতে এই মন্তব্য করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মণিপুরের ইম্ফল পশ্চিম ও বিষ্ণুপুর জেলা থেকে নতুন করে হিংসার খবর পাওয়ার পরপরই মণিপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে রাজ্য বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার অসমে সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে গুয়াহাটি যান। মণিপুর বিধানসভার স্পিকার টি সত্যব্রত সিংয়ের নেতৃত্বে রাজ্যের শাসক দল বিজেপির, এনপিএফ এবং এনপিপির প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার জন্য গিয়েছেন।

এর পরেই অমিত শাহের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রশাসন সূত্রে জানা গেছে, ইম্ফল পশ্চিমের কাদাংবন্দ অঞ্চলে গুলি চালানোর ঘটনা ঘটেছে। মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং এএনআইকে বলেছেন যে সিংদা কাদাংবন্দের উপরের পাহাড় থেকে বেলা দেড়টা নাগাদ গুলি চালানো হয়। বিষ্ণুপুরের ত্রংলাওবি এলাকায়ও নতুন করে  হিংসার খবর পাওয়া গেছে, এখানেও একজনের মৃত্যু হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, তিন সপ্তাহ আগে শুরু হওয়া রাজ্যের মেইতেই এবং কুকি সম্প্রদায়ের লোকদের মধ্যে শুরু হওয়া এই  জাতিগত  হিংসার  সময় এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে হামলা হল। এই নিয়ে মণিপুরে হিংসার বলি হলেন ৭০ জনের বেশি মানুষ।  এবার দেখা যাক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যস্থতায় মণিপুরে শেষ পর্যন্ত শান্তি ফেরে কি না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!