- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১২, ২০২৩
সন্তোষ মিত্র স্কোয়ারের দূর্গা পুজো উদ্বোধন করতে ১৬ অক্টোবর কলকাতায় আসছেন অমিত শাহ

অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৬ অক্টোবর বিকেল ৪টের সময় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। কলকাতায় এটাই বিজেপি নেতার একমাত্র পুজো ও বড় পুজো। শুভেন্দু অধিকারী সজলের পুজো উদ্বোধনে যাতে অমিত শাহ আসেন তার জন্য উদ্যোগ নিয়েছিলেন। এবারের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম– রামমন্দির। আগামী ২০২৪-এর জানুয়ারিতে অযোধ্যায় রামমন্দিরের দরজা খুলে দেবে বিজেপি। তার আগে সজল ঘোষের দূর্গা পুজোয় এবার দেখা যাবে রামমন্দির।
বৃহস্পতিবার বিজেপি সূত্রে জানানো হয়েছিল, পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য অমিত শাহ ব্যস্ত থাকার কারণে বাংলায় পুজোয় আস্তে পারবেন না। তাঁর পরিবর্তে বিজেপি সভাপতি জে পি নাড্ডা বাংলায় পুজো উদ্বোধনে আসবেন। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সজল ঘোষ জানিয়েছেন, অমিত শাহ সন্তোষ মিত্র স্কোয়ারের দূর্গা পুজো উদ্বোধনে আসছেন ১৬ অক্টোবর, সোমবার,বিকেল চারটায়।
এখনও পর্যন্ত অমিত শেষের সফরসূচি বিস্তারিত জানা যায়নি। শোনা যাচ্ছে বালুরঘাটে সুকান্ত মজুমদারের দূর্গা পুজো উদ্বোধন করতে ওইদিন বালুরঘাটে যেতে পারেন অমিত শাহ। তবে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনের পর কলকাতার অন্য কোনও পুজো অমিত শাহ উদ্বোধন করছেন বলে এখনও পর্যন্ত কোনও খবর পাওয়া জানায়নি।
❤ Support Us