Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মার্চ ১৫, ২০২৪

মুম্বই হাসপাতালে অস্ত্রোপচার অমিতাভের

আরম্ভ ওয়েব ডেস্ক
মুম্বই হাসপাতালে অস্ত্রোপচার অমিতাভের

অসুস্থ অমিতাভ বচ্চন । মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে তিনি চিকিৎসাধীন । বলিউড অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে । সংবাদমাধ্যম সূত্রে খবর, কড়া নিরাপত্তার মধ্যে বিগ বিকে আজ সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

কিছুদিন আগেই টিভি শো কৌন বনেগা ক্রোড়পতি ১৪-এর শ্যুটিংয়ের সময় অমিতাভ বচ্চনের পায়ের লিগামেন্ট আঘাত লাগে। সেই সময় প্রচুর রক্তক্ষরণও হয়েছিল।গত দীপাবলির ঠিক আগেই তাঁর পায়ের নার্ভের অপারেশনের কথা তিনি নিজেই জানিয়েছিলেন ব্যক্তিগত ব্লগে । সেই পায়ের আঘাতেই আবার রক্ত জমাট বেঁধে গিয়েছিল বলে সূত্রের খবর। সেজন্যই কোকিলাবেন হাসপাতালে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে । সাম্প্রতিক অতীতেও বেশ কয়েকবার অস্ত্রোপচার করা হয়েছে অমিতাভের শরীরে। তার আগে কোভিড-এ আক্রান্ত হয়েছেন দুবার।

প্রবীন অভিনেতা নিজেকে ফিট রাখতে কড়া অনুশাসনের বেড়াজালে থাকেন, নিয়মিত শরীরচর্চাও করেন । কুলি সিনেমার শ্যুটিং-এ মারাত্মক আহত হয়েছিলেন অভিনেতা। এরপর থেকেই লিভারের সমস্যায় ভুগছেন তিনি। ২০১২ সালে অপারেশন করে সংক্রামিত লিভারের ৭৫ শতাংশ অস্ত্রোপচারের মাধ্যমে বাদ দেওয়া হয়েছিল।

এবছরের অক্টোবরেই ৮১ পূর্ণ করবেন অভিতাভ বচ্চন । সম্প্রতি নাগ অশ্বিনের ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-র কাজ করছেন তিনি । ভারতীয় লোকপূরাণ নির্ভর এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন প্রভাস এবং কমল হাসান । দিপীকা পাড়ুকন এবং দিশা পাটানিকেও দেখা যাবে এই সিনেমায় । সিনেমাটি বড়ো পর্দায় মুক্তি পাবে ৯ মে । এছাড়াও দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গেও একটি ছবিতে অভিনয় করছেন তিনি । ৩৩ বছর পর আবার সিনে পর্দায় দেখা যাবে ভারতীয় সিনেমার দুই মহিরূহকে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!