Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মার্চ ৯, ২০২৪

এবছর ইরাসমাস পুরস্কার পেলেন ভারতীয় লেখক অভিতাভ ঘোষ

আরম্ভ ওয়েব ডেস্ক
এবছর ইরাসমাস পুরস্কার পেলেন ভারতীয় লেখক অভিতাভ ঘোষ

গ্রহের সংকট এবং জলবায়ু পরিবর্তন নিয়ে লেখা বইয়ের জন্য এবছরের ইরাসমাস পুরস্কার পেলেন ‌ভারতীয় লেখক অমিতাভ ঘোষ। হল্যান্ডের ‘‌প্রিমিয়াম ইরাসমিয়ানাম ফাউন্ডেশন’‌ নামে একটা সংস্থা মানবিক, সামাজিক বিজ্ঞান বা শিল্পকলার ক্ষেত্রে কোন সংস্থা বা ব্যক্তির অসাধারণ অবদানের জন্য বার্ষিক পুরস্কার প্রদান করে। ইরাসমাস পুরস্কার পেয়ে সম্মানিত অভিতাব ঘোষ। নভেম্বর মাসে হল্যান্ডে গিয়ে তিনি নিজের হাতে এই পুরস্কার গ্রহন করবেন।
প্রিমিয়াম ইরাসমিয়ানাম ফাউন্ডেশন পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‌অচিন্তনীয় কল্পনা করার ব্যাপারে আবেগপূর্ণ অবদানের জন্য অমিতাভ ঘোষকে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। তাঁর চিন্তাভাবনা একটি অভূতপূর্ব বৈশ্বিক সংকট, জলবায়ু পরিবর্তন, লিখিত শব্দের মাধ্যমে রূপ নিয়েছে।’‌ আমাদের কল্পনাকে অস্বীকার করে এই অস্তিত্বের হুমকির প্রতি কীভাবে সুবিচার করা যায়, সেই প্রশ্নে ঘোষ গভীরভাবে অনুসন্ধান করেছেন। তিনি তাঁ লেখনীর মাধ্যমে দেখিয়েছেন যে, জলবায়ু সংকট একটি সাংস্কৃতিক সংকট, যা কল্পনার অভাবের ফলে হয়।’‌
‘‌দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট’‌ এবং ‘‌দ্য নাটমেগস কার্স’‌ সহ অমিতাভ ঘোষের বেশ কয়েকটা বই চলমান গ্রহ সংকটের ওপর আলোকপাত করেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলির সাথে জড়িত। অমিতাভ ঘোষের বেশ কয়েকটি লেখার প্রধান বিষয় ছিল প্রকৃতি, মানুষ এবং উভয়ের মধ্যে মিথস্ক্রিয়া। ২০ বছর আগে প্রকাশিত ‘‌দ্য হাংরি টাইড’‌ বইটি সুন্দরবনের বিরল ইরাবদি ডলফিনের সন্ধানে একজন সামুদ্রিক জীববিজ্ঞানীর গল্পের ওপর নির্ভর করে। জলবায়ু পরিবর্তনের পটভূমিতে একটা ঘূর্ণিঝড়, যা নায়কদের জীবনকে বদলে দেয়। বইটি মানব ও প্রাণীর সংঘর্ষকেও তুলে ধরেছে।
অমিতাভ ঘোষের আরেকটা বই, ‘‌দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট: ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য আনথিঙ্কেবল’‌ যা ২০১৬ সালে প্রকাশিত হয়েছিল, সেটিতে জলবায়ু পরিবর্তনের সাথে ঔপনিবেশিক রাজনীতির কথাও তুলে ধরেছেন। তাঁর সর্বশেষ বই ‘‌দ্য নাটমেগস কোর্স’‌ বইটি কোভিড ১৯ মহামারী চলাকালীন লেখা। যে বইটিতে অমিতাভ ঘোষ জলবায়ু পরিবর্তন এবং ঔপনিবেশিকতার সাথে আদিবাসী সম্প্রদায়ের শোষণ, প্রাকৃতিক সম্পদের মালিকানা এবং তাদের ব্যবহার অনুসন্ধান করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!