Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৩১, ২০২৩

স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন চন্দ্রবাবু

আরম্ভ ওয়েব ডেস্ক
স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন চন্দ্রবাবু

অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ড়ু স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন। তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেছে অন্ধ্রপ্রদেশ হাই কোর্ট। চলতি বছরের সেপ্টেম্বর মাসে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ড়ু। তার পর আদালতে গেলেও টিডিপি প্রধানের জামিনের আবেদন খারিজ করে দেয় অন্ধ্রপ্রদেশ হাই কোর্ট। মঙ্গলবার তাঁকে স্বস্তি দিয়ে চার সপ্তাহের জামিন মঞ্জুর করল আদালত।

টিডিপি নেতা তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামিনের খবর ছড়িয়ে পড়তেই টিডিপি সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। সেপ্টেম্বরে চন্দ্রবাবুর গ্রেপ্তারির পর অশান্তি ছড়িয়ে পড়ে অন্ধ্রপ্রদেশে। অনেকেই পাশে দাঁড়ান প্রাক্তন মুখ্যমন্ত্রীর। চন্দ্রবাবুর হয়ে সওয়াল করেন দক্ষিণী মহাতারকা রজনীকান্ত। আসলে থালাইভার দীর্ঘদিনের বন্ধু চন্দ্রবাবু। তাই এমন দুঃসময়ে বন্ধুর ছেলেকে ফোন করে তিনি চন্দ্রবাবুর খোঁজ নিয়েছেন। সেই সঙ্গে আশ্বাস দেন, তাঁর বিশ্বাস সমস্ত অভিযোগ মিথ্যে প্রমাণ করবেনই বন্ধু।

২০২১ সালের ৯ ডিসেম্বর সিআইডি স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় ২৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। তাৎপর্যপূর্ণ ভাবে, সেখানে নাম ছিল না চন্দ্রবাবুর। পুলিশের দাবি, তদন্তের অগ্রগতির পরই প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম উঠে আসে দুর্নীতিগ্রস্তদের তালিকায়। তার পরই  তাঁকে গ্রেপ্তার করা হয়। সিআরপিসি-র ৫০(১) এবং ৫০(২) ধারায় অভিযোগ আনা হয় অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এছাড়া ভারতীয় দণ্ডবিধির ১৩টি ধারাতেও অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এর মধ্যে আছে ১২০-র আট, ১৬৬, ১৬৭, ৪১৮, ৪২০, ৪৬৫, ৪৬৮, ৪৭১, ৪০৯, ২০১ ১০৯, ৩৪ এবং ৩৭ নম্বর ধারা। তবে টিডিপি নেতার জামিনের পর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সমর্থকরা উৎসবের মেজাজে রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!