- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ৮, ২০২৪
‘লড়কি তু কামাল কি’ হিন্দি গানের মিউজিক ভিডিওতে আলোড়ন আন্দ্রে রাসেলের
ব্যাট হাতে বাইশ গজে ঝড় তোলার ব্যাপারে দারুণ সুনাম আছে আন্দ্রে রাসেলের। যেদিন নিজের ছন্দে থাকেন, বিপক্ষ বোলাররা খড়কুটোর মতো উড়ে যান। বাইশ গজের মতো হিন্দি গানেও যে তিনি সমান সাবলীল, প্রমান করে দিয়েছেন আন্দ্রে রাসেল। হিন্দি গানের মিউজিক ভিডিওর মাধ্যমে এবার বলিউডে আত্মপ্রকাশ এই ক্যারিবিয়ান তারকার।
ক্যারিবিয়ান ক্রিকেটারদের হিন্দি গানের প্রতি অন্যরকম নেশা আছে। একসময় হিন্দি গান করে চমকে দিয়েছিলেন ক্রিস গেল। আর এবার তো হিন্দি গানের মিউজিক ভিডিওতে ঢুকে পড়লেন আর এক ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের এই তারকা ক্রিকেটার তাঁর প্রথম হিন্দি গান ‘লড়কি তু কামাল কি’–র মাধ্যমে বলিউডে আলোড়ন ফেলে দিয়েছেন। অভিনেত্রী অভিকা গোরের সঙ্গে এই মিউজিক ভিডিওর ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভয়লা ডিগ ব্যানারের অধীনে এই মিউজিক ভিডিও বৃহস্পতিবার মুক্তি পাবে। তার আগেই সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় হয়েছে। সকলের কাছেই আকর্ষণীয় লেগেছে। একজন রাসেলের প্রশংসা করে লিখেছেন, ‘দুর্দান্ত হয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘রাসেল রক।’ অনেকেই এইভাবে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। রাসেলের মুখে হিন্দি গান অবশ্য এই প্রথম নয়। এর আগে শাহরুখ খানের ‘ডাঙ্কি’ সিনেমার ‘লুট পুট গ্যায়া’ গান গাইতে দেখা গেছে রাসেলকে। নাইট রাইডার্সের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও শেয়ার করা হয়েছিল। সেই ভিডিওতে দেখা গেছে গাড়ির ড্রাইভারের পাসের সিটে বসে ‘লুট পুট গ্যায়া’ গানটি গাইছিলেন রাসেল।
কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খান সম্প্রতি আন্দ্রে রাসেলের বিশেষ প্রশংসা করেছেন। রাহসেলকে ‘ফ্যাশানিস্ট’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘রাসেল একজন বিস্ময়কর ব্যক্তি এবং একজন দুর্দান্ত ক্রিকেটার। আমাদের ইউনিভার্স বস, মিস্টার গেলের মতো ব্যক্তির কথা মনে করিয়ে দেয়। রাসেল খুবই ফ্যাশন সচেতন। ভাল পোশাক পরতে, দামী জুতো পরতে, চুলের স্টাইল করতে পছন্দ করে।’
❤ Support Us