Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১৫, ২০২৪

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় অ্যান্ডি মারের

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় অ্যান্ডি মারের

অস্ট্রেলিয়া ওপেনের পুরুষদের সিঙ্গলসে শুরুতেই অঘটন। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন পাঁচবারের ফাইনালিস্ট অ্যান্ডি মারে। আর্জেন্টিনার টমাস মার্টিন এচেভেরির কাছে হেরে তিনি প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন।
মারে ও এচেভেরির প্রথম সেটের লড়াই বেশ জমে উঠেছিল। ৬১ মিনিটের লড়াইয়ে অবশ্য শেষ পর্যন্ত বাজিমাত করেন আর্জেন্টিনার টেনিস তারকা। মারের ভক্তরা আশা করেছিলেন দ্বিতীয় সেটে হয়তো ঘুরে দাঁড়াবেন প্রিয় তারকা। কিন্তু এচেভেরি তাঁকে বিন্দুমাত্র সুযোগ দেননি। পরের দুটি গেমে এচেভেরির কাছে রীতিমতো আত্মসমর্পন করেন ব্রিটিশ টেনিস তারকা। ১৬ বছর ধরে অস্ট্রেলিয়ান ওপেন খেলছেন মারে। এই নিয়ে দ্বিতীয়বার তিনি প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন। ২০১৯ সালে একবার প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন মারে। সেবার তিনি হেরেছিলেন রবার্তো বাতিস্তার কাছে।
মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ড থেকে ছিটকে গেছেন গতবছর উইম্বলডনে ইতিহাস সৃষ্টি করা চেক প্রজাতন্ত্রের মারকেতা ভন্দ্রসোভা। ইউক্রেনের অবাছাই ডায়ানা ইয়াস্ত্রেমস্কারের কাছে ৬–১, ৬–২ ব্যবধানে উড়ে গেছেন ভন্দ্রসোভা। গত বছর উইম্বলডন ফাইনালে উনস জাবেউরকে হারিয়ে ওপেন যুগে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হন।
রবিবার প্রতিযোগিতা শুরুর প্রথম দিনেই পুরুষদের সিঙ্গলসে জয় পেয়েছিলেন নোভাক জকোভিচ। ক্রোয়েশিয়ার ১৮ বছর বয়সী দিনো প্রিজমিচকে হারাতে রীতিমতো ঘাম ঝড়াতে হয়েছিল জকোভিচকে। চার সেটের লড়াইয়ে শেষ পর্যন্ত ৬–২, ৬–৭ (‌৭–৫)‌, ৬–৩, ৬–৪ ব্যবধানে জেতেন জোকার। ৪ ঘন্টা ধরে লড়াই করতে হয়েছিল জকোভিচকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!