Advertisement
  • Uncategorized মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১০, ২০২৪

মেসিকে ঘিরে বিতর্ক, ম্যাচ বাতিল করল চিন

আরম্ভ ওয়েব ডেস্ক
মেসিকে ঘিরে বিতর্ক, ম্যাচ বাতিল করল চিন

চোটের জন্য হংকংয়ে ইন্টার মায়ামির হয়ে ক্লাব প্রদর্শনী ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। কিন্তু জাপানের বিরুদ্ধে মাঠে নামেন। মেসির জাপানের বিরুদ্ধে খেলা নিয়ে শুরু হয়েছে কূটনৈতিক তরজা। হংকংয়ে মাঠে না নামায় আর্জেন্টিনার দুটি প্রদর্শনী ম্যাচ বাতিল করেছে চিন।
আগামী মাসে আন্তর্জাতিক বিরতিতে মেসির নেতৃত্বে বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চিন সফরে যাওয়ার কথা। সেখানে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ছিল। হ্যাংঝৌতে নাইজেরিয়ার বিরুদ্ধে এবং বেজিংয়ে আইভরি কোস্টের বিরুদ্ধে। কাকতালীয়ভাবে দুটি দেশই রবিবার আফ্রিকা কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে। কিন্তু মেসি ইন্টার মায়ামির হয়ে হংকংয়ের বিরুদ্ধে মাঠে না নামায় ভক্তরা ক্ষুব্ধ। এই কারণে হাংঝৌ স্পোর্টস ব্যুরো শুক্রবার আর্জেন্টিনা–নাইজেরিয়া প্রীতি ম্যাচ বাতিল করেছে।

হ্যাংঝৌ স্পোর্টস ব্যুরোর পক্ষ থেকে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঘোষণা করেছে, ‘‌হংকংয়ের বিরুদ্ধে মেসি খেলেননি। ফুটবলপ্রেমীরা ক্ষুব্ধ। আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছি। ম্যাচ আয়োজনের শর্তগুলি অপরিপক্ক। তাই এখন ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’‌ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্তা অ্যাসোসিয়েশন প্রেসকে বলেছেন যে, ম্যাচটি স্থগিত করা হয়েছে এবং নাইজেরিয়া খেলার জন্য অন্য একটি ভেন্যু খুঁজছে। তবে ওই কর্তা বিষয়টি ‘‌স্পর্শকাতর’‌ বলে অভিহিত করেছেন। শুধু নাইজেরিয়া ম্যাচই নয়, বেজিংয়ে আর্জেন্টিনা–আইভরি কোস্ট ম্যাচও অনিশ্চিত ছিল।

চিনের রাষ্ট্রচালিত সংবাদপত্র ‘‌গ্লোবাল টাইমস’‌ মেসিকে নিয়ে একটি সম্পাদকীয় প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে লেখা হয়েছে, ‘‌ফুটবল সুপারস্টারকে ঘিরে বিতর্কের প্রভাব খেলাধুলার ক্ষেত্রকে ছাড়িয়ে গেছে।’‌ এদিকে, ইন্টার মায়ামির সাথে হংকংয়ের প্রীতি ম্যাচের আয়োজকরা জানিয়েছে টিকিটের অর্ধেক মূল্য ফেরত দেওয়া হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!