Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • নভেম্বর ২৩, ২০২৩

প্রকাশ্যে অ্যানিমেল”ট্রেলার । সম্পর্কের নয়া অবতারে রণবীর

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রকাশ্যে অ্যানিমেল”ট্রেলার । সম্পর্কের নয়া অবতারে রণবীর

বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে রণবীর কাপুরের “অ্যানিমেল” ছবির ট্রেলার। সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেলারটিতে উঠে এসেছে পিতা-পুত্রের মধ্যকার ভালোবাসা, আবেগ ও অভিমানের একটি পূর্ণাঙ্গ গল্প। সঙ্গে রয়েছে রুদ্ধশ্বাস অ্যাকশন। ছোট্ট এই ঝলকেই দর্শক-সমালোচকদের মন কেড়ে নিয়েছে “অ্যানিমেল”। ট্রেলার প্রকাশের ২ ঘণ্টার মধ্যেই ট্রেলারটি ইউটিউবে ৩০ লাখ-এর বেশি ভিউ ছাড়িয়েছে।

এই সিনেমায় রণবীরের চরিত্রের নাম অর্জুন, ছোট থেকে সে বাবা অন্ত প্রাণ। বাবাই তার সুপারহিরো। অথচ সারা দিনে বাবা ১০ মিনিট সময় দিতে পারে না ছেলেকে। সিনেমায় বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। অর্জুনের বাবার জন্য মনে যে ভালোবাসা অফুরান, এই ভালোবাসাই একটা সময় অর্জুনকে মানসিকভাবে বিকারগ্রস্ত করে তোলে, ঠেলে দেয় অন্ধকার জগতে। মানুষ খুন করতে কোনও কুণ্ঠাবোধ নেই তাঁর মধ্যে। ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত রক্তস্রোত নজরে পড়েছে। কখনো বন্দুক হাতে তো কখনো কুঠার হাতে মানুষ খুন করতে দেখা গেছে রণবীরকে।

ট্রেলারে বাবার-ছেলের মধ্যকার ভালোবাসা উঠে এসেছে বেশ কিছু ডায়ালগে।ট্রেলারের একদম শেষভাগে দেখা গেছে ববি দেওলকে। তাঁর সঙ্গে রণবীরের লড়াইয়ের দৃশ্য দর্শকদের মনে উত্তেজনা বাড়িয়েছে। যা দেখে বোঝার উপায় নেই কে হিরো আর কে ভিলেন।

“অ্যানিমেল”–এ রণবীরের বিপরীতে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এছাড়াও অভিনয় করেছেন ববি দেওল এবং তৃপ্তি দিমরি। সিনেমাটির প্রথম গানে তাঁদের অভিনয় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। এদিকে ভারতীয় সেন্সর বোর্ড জানিয়েছে সিনেমাটি কেবল প্রাপ্তবয়স্কদের জন্য। “এ” সার্টিফিকেট পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই সিনেমাটি। আগামী ১লা ডিসেম্বর বক্স অফিসে মুক্তি পাবে “অ্যানিমেল”। সিনেমাটি এর আগে ১১ অগাস্ট মুক্তি পাওয়ার কথা ছিল।  আগামী ১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!