- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ২৮, ২০২২
কবর থেকে আনিসের দেহ তোলা ঘিরে জটিলতা, জেলা জজ ছাড়া দেহ তোলা যাবে না, বললেন বাবা
কলকাতা হাই কোর্ট আনিসের দেহের দ্বিতীয় বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে।

কবর থেকে নিহত ছাত্র নেতা আনিস খানের দেহ তোলা নিয়ে আবারও জটিলতা । উত্তপ্ত হাওড়ার আমতা। আনিসের পরিবারের উপস্থিতিতে কবর খুঁড়ে বের করা হল ছাত্র নেতার দেহ বের প্রক্রিয়া শুরু হলেও মাঝপথে জটিলতা। পরিবারের দাবি, আসতে হবে ডিস্ট্রিক্ট জাজকে। দ্বিতীয় বার ময়নাতদন্তের জন্য আনিসের দেহ বের করতে সোমবার সকালে সিটের সদস্যরা তাঁর আমতার বাড়িতে পৌঁছলেন। তিন সদস্যের এই দলে রয়েছেন হাওড়ার বিএমওএইচ এবং এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাঁরা প্রথমে আনিসের বাবার সঙ্গে কথা বলেন। তার পর শুরু হয় দেহ কবর থেকে তোলার প্রস্তুতি। কিন্তু আনিসের বাবা বলেন, জেলা জজ না এলে দেহ কবর থেকে তুলতে দেবেন না তিনি।
সিট সদস্যরা আনিসের বাবাকে মৃতদেহ সনাক্ত করার জন্য যেতে বলেন। তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শ করে জানান, তিনি যেতে পারবেন না বদলে যাবেন তাঁর বড়ছেলে এবং আনিসের কাকার ছেলে। এ ছাড়া গ্রামের ১০ থেকে ১২ জন সঙ্গে যাবেন। ঘটনাস্থলে বাড়তি কোনও পুলিশ বাহিনী নেই।
পরিবারের সম্মতির পরই দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য হাওড়া আমতার নিহত ছাত্র নেতা আনিস খানের দেহ কবর থেকে তোলার প্রক্রিয়া শুরু হয়। পোস্টমর্টেমের জন্য দেহ এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার কথা রয়েছে । সূত্রের খবর, এসএসকেএম-এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত। হাসপাতালে থাকবেন ডিস্ট্রিক্ট জাজও।
আনিসের কবরস্থলে যাচ্ছেন জেলা জজ। চিত্র: সংবাদ সংস্থা ।
এর পরই বেলা ১২টা নাগাদ এসে পৌঁছন জেলা জজ। তাঁর সামনেই শুরু হয় কবর থেকে দেহ তোলার প্রক্রিয়া।
উল্লেখ্য কলকাতা হাই কোর্ট আনিসের দেহের দ্বিতীয় বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী শুক্রবার রাতে সিট আনিসের পরিবারকে নোটিস দেয় শনিবার ভোরে তাঁর দেহ তোলা হবে। সেই মতো শনিবার ভোরে আনিসের গ্রামে পৌঁছয় পুলিশ। কিন্তু সেখানে গিয়ে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের। ফলে আনিসের দেহ না তুলেই ফিরে যেতে বাধ্য হয় পুলিশ।
সোমবার আনিসের দেহ তোলার অনুমতি দেওয়া হলেও শনিবার ভোররাতে সিট সদস্যদের দেহ তুলতে আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আনিসের বাবা এবং দাদা। আনিসের মৃতদেহ চুরি করার উদ্দেশ্যেই আধিকারিকরা এসেছিলেন বলে অভিযোগও তোলেন তাঁরা। শনিবার আনিসের দেহ তোলায় বাধা পাওয়ার পরই রাজ্য পুলিশের তরফে টুইট করে এই ঘটনায় আদালতের নির্দেশকে অমান্য করার পাল্টা অভিযোগ তোলা হয়।
❤ Support Us