Advertisement
  • এই মুহূর্তে
  • জুলাই ১১, ২০২২

খুন নয়, ছাদ থেকে পড়ে মৃত্যু ছাত্রনেতার, আনিস-কাণ্ডে চার্জশিট দিল সিট

আরম্ভ ওয়েব ডেস্ক
খুন নয়, ছাদ থেকে পড়ে মৃত্যু ছাত্রনেতার, আনিস-কাণ্ডে চার্জশিট দিল সিট

আনিস-কাণ্ডে চার্জশিট পেশ করে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। জানাল, হত্যা নয়, পুলিশের অভিযানের পর ছাদ থেকে পড়ে মৃত্যু হয় হাওড়ার আমতার ছাত্রনেতার। আনিসের পরিবারের তরফে অভিযোগ, খুন করা হয়েছে তাদের ছেলেকে। রাজনৈতিক ষড়যন্ত্রের যোগের দিকেও আঙুল তুলেছিলেন আনিসের দাদা। তবে সেই অভিযোগ খারিজ হয়েছে এই চার্জশিটে। খুনের অভিযোগ নস্যাৎ হলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। চার্জশিটে নাম রয়েছে আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তী, এক এএসআই, এক হোম গার্ড এবং দুই সিভিক ভলান্টিয়ারের।

সিটের চার্জশিটে বলা হয়েছে, কর্নাটকের হিজাব-বিতর্ক নিয়ে নেটমাধ্যমে একটি পোস্ট করেছিলেন আনিস। সেই ঘটনার তদন্তে তাঁর বাড়িতে যায় পুলিশ।

অন্য দিকে, আনিস খান মৃত্যু-মামলায় প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে এসেছে পরিবার। এর আগে কলকাতা হাই কোর্টের রায়ের পরও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের দাবি জানান মৃত ছাত্রনেতার বাবা ও দাদা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!