- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ৯, ২০২২
মহারাষ্ট্রে মদ বিক্রির অনুমোদন নয়। দাবিতে আমরণ অনশনে আন্না

প্ৰবীণ গান্ধীবাদী নেতা আন্না হাজারে আবার অনশন শুরু করবেন ১৪ ফেব্রুয়ারি । মহারাষ্ট্র মদ বিক্রির অনুমতির প্রতিবাদে আন্দোলনে নামছেন আন্না । অনেকদিন চুপচাপ ছিলেন । এবার ময়দানে আসার আগেই মহারাষ্ট্র সরকারকে চিঠি লিখে মদ বিক্রির প্রত্যাহারের দাবি জানিয়েছেন । সরকার তাঁর চিঠির উত্তর দেয়নি । ক্ষুদ্ধ আন্না তাই ১৪ ফেব্রুয়ারি থেকে লাগাতার অনশনের সিদ্ধান্ত নিয়েছেন ।
❤ Support Us