- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৯, ২০২৩
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে ফের রাগিংয়। কর্তৃপক্ষের কাছে এক ছাত্রের লিখিত অভিযোগ জমা
ছাত্রমৃত্যুর পরেও হুঁশ ফিরল না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে।আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে র্যাগিংয়ের অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক স্নাতকোত্তরের প্রথম বর্ষের এক ছাত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই অভিযোগ করেছেন। অভিযোগকারী ছাত্র তাঁর অভিযোগে লিখেছেন, বিশ্ববি৫মেইন হস্টেলে দর্শন বিভাগের ওই পড়ুয়া শান্তিতে থাকতে পারছেন না। পড়াশুনা করতে পারছেন না। তিনি অভিযোগে লিখেছেন, কোনও ভাবেই তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে নিরাপদ বেধ করছেন না। তিনি বুধবারই হস্টেল ছেড়ে বাড়ি ফিরে গিয়েছেন। ইউজিসির নিয়ম মেনে এই ছাত্র নিজেন নাম গোপন করে এই হস্টেলে র্যাগিংয়ের অভিযোগ করেছেন। তবে নাম প্রকাশ তিনি ভয়ে করছেন না, এটাও তাঁর অভিযোগে স্পষ্ট হয়ে যাচ্ছে।
বেশ কয়েক মাস আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলেই বাংলা প্রথম বর্ষের এক ছাত্রর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের বাবা ওই ছাত্রের মৃত্যু র্যাগিংয়ের জন্য হয়েছে বলেই যাদবপুর থানায় অভিযোগ করেছিলেন। সেই বিষয়টি এখন আদালতের বিচারাধীন। তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে র্যাগিংয়ের অভিযোগ যে প্রশ্ন তুলে দিচ্ছে তা হল, র্যাগিং নিয়ে কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গাফিলতি এখনও কাটল না?
নাম প্রকাশে অনিচ্ছুক দর্শন বিভাগের স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্রর অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং স্কোয়াড বৈঠক করবেন বলে জানা যাচ্ছে।
❤ Support Us