Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মার্চ ৩, ২০২৫

অস্কারের মঞ্চে দাপট ‘অ্যানোরা’র। দৌড়ে ছিটকে গেল প্রিয়াঙ্কা-গুণীতের ছবি ‘অনুজা’

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্কারের মঞ্চে দাপট ‘অ্যানোরা’র। দৌড়ে ছিটকে গেল প্রিয়াঙ্কা-গুণীতের ছবি ‘অনুজা’

সিনেমা জগতে বিশ্বের অন্যতম পুরস্কার মঞ্চ অস্কার। অভিনেতা থেকে পরিচালক, প্রযোজক থেকে সঙ্গীতস্রষ্টা, চিত্রগ্রাহক থেকে মেকাপ শিল্পী প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করেন অস্কারের। ২ মার্চ থেকে ৯৭তম আসর অনুষ্ঠিত হয়েছে হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। ঝড় তুলল শন বেকারের ছবি ‘অ্যানোরা’। ৬ টি বিভাগে মনোনীত হয়ে ৫ টি বিভাগে সেরার সেরা হল ছবিটি। ভারতের জন্য ফের হতাশা, শেষ দৌড়ে ছিটকে গেল প্রিয়াঙ্কা-গুণীতের ভারতীয়-আমেরিকান ছবি ‘অনুজা’। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৌতুক অভিনেতা কনান ও’ব্রায়েন। এবারের আসরে বেশ কিছু ছবি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’, ‘ব্রুটালিস্ট’সহ একাধিক সিনেমা কঠিনব প্রতিযোগিতায় নিজেদের জায়গা করে নেয়। বর্ণাঢ্য এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় বিশ্বের বহু দেশে। তাই উপস্থাপক ইংরেজি ছাড়াও স্প্যানিশ, হিন্দি, চিনা আর অনান্য ভাষায় দর্শকদের স্বাগত জানান।

অস্কার মঞ্চে শন বেকারের স্বল্পমূল্যে বানানো ছবি ‘অ্যানোরা’-এর জয়জয়কার। সেরা চলচিত্র, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য,সেরা সম্পাদনা ও সেরা অভিনেত্রী বিভাগের ৫ টি পুরষ্কার জিতে ‘অ্যানোরা’ এবছরের সেরা ছবি। এ এক অনন্য স্বীকৃতি, বিশেষ করে বেকারের মতো একজন স্বাধীনচেতা চলচ্চিত্র নির্মাতার জন্য, যিনি মূলধারার হলিউডের বাইরে গিয়ে কম বাজেটের বাস্তবধর্মী, তীক্ষ্ণ আর সুচারু সিনেমা নির্মাণের জন্য পরিচিত। অনবদ্য গল্প বলার দক্ষতা এবং চমৎকার সম্পাদনার জন্য স্বীকৃতি পেয়েছেন তিনি। ‘আনোরা’ সিনেমায় ব্রুকলিনের তরুণী যৌনকর্মী অ্যানোরা ও ধনাঢ্য রুশ ব্যবসায়ীর পুত্র ভানিয়া জাখারভের রোম্যান্স ও বিবাহের গল্প কিছুটা হাস্যরসাত্মক ধরনের মধ্য দিয়ে উপস্থাপিত হয়েছে। সিনেমার নাম ভূমিকায় ‘আনোরা’ চরিত্রে অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন ও অন্য কেন্দ্রীয় চরিত্র ভানিয়া জাখারভের ভূমিকায় মার্ক এইদেলস্তেইন অভিনয় করেছেন। নিজের বক্তৃতায় শন, যৌনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বভলেন, ‘তাঁরা নিজেদের গল্প আমার সাথে ভাগ করে নিয়েছিলেন। বছরের পর বছর ধরে তাঁদের দুঃসহ অভিজ্ঞতা ও লড়াইয়ের প্রতি আমার গভীর শ্রদ্ধা। আমি সেই গল্পই আপনাদের দেখিয়েছি, শুনিয়েছি, অনুভব করিয়েছি। ‘ শনই প্রথম ব্যক্তি যিনি একবারে, একই ছবির জন্য ৪ টি বিভাগে অস্কার জিতেছেন। এছাড়াও, সেরা প্রযোজক হিসেবে অস্কার পেয়েছেন নাথান ক্রাউলি এবং লি স্যান্ডেলস উইকড। সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জেতেন ডেনিস ভিলেনিউভ।

৯৭তম অস্কারের প্রথম পুরস্কার জিতে নিয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। তিনি ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন। এ বছর সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি। অভিনেত্রী মাইকি ম্যাডিসন জিতেছেন সেরা অভিনেত্রীর পুরষ্কার। ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয় করে অস্কার ছিনিয়ে নিলেন জো সালদানা। পুরস্কার গ্রহণের সময় মঞ্চ থেকেই তার মা ও বোনকে উৎসর্গ করেন অভিনেত্রী। আবেগে আপ্লুত হয়ে পড়েন। সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার পেয়েছেন পল টাজেওয়েল। বিজয়ী বক্তৃতায় তিনি গভীর আবেগ প্রকাশ করেন এবং তার পুরো টিমকে ধন্যবাদ জানান। ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার জনপ্রিয় গান ‘এল মাল’ এর জন্য ৩ সংগীতশিল্পী ক্লেমেন্ট ডুকল, ক্যামিল এবং জ্যাক অডিয়ার্ড অস্কার অর্জন করেছেন।

তবে এবছর অস্কার পুরস্কার মঞ্চে হতাশ হতে হল ভারতীয় সিনেপ্রেমীদের। ভারতের কপালে জুটল না ১টিও স্বীকৃতি। এই বছর প্রাথমিক দৌড়ে কিরণ রাও-এর জনপ্রিয় ছবি ‘লাপতা লেডিজ’ থাকলেও, এক পর্যায়ে বাদ পড়ে যায় ছবিটি। আশায় বুক বাঁধা হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত ইন্দো-আমেরিকান লাইভ অ্যাকশন ছবি ‘অনুজা’-কে নিয়ে। কিন্তু শেষ মুহূর্তে কল্পবিজ্ঞান ঘরানার ‘আই অ্যাম নট আ রোবট’ ছবিটির কাছে হেরে যায় সেটি। প্রিয়াঙ্কার পাশাপাশি এ ছবিতে ছিলেন গত বছরের অস্কার জয়ী প্রযোজক গুণীত মোঙ্গা-সহ অন্যরা। তবে অস্কারে ‘অনুজা’র প্রাথমিক পর্যায়ে মনোনীত হওয়া নিয়েই উচ্ছ্বসিত ছিলেন অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেছিলেন, ‘দর্শকদের কাছে অর্থপূর্ণ গল্প বলতে চাই আমরা। যা হৃদয়স্পর্শ করবে, সেটাই আমাদের অনুপ্রেরণার জায়গা। ‘অনুজা’কে এই প্রাপ্য স্বীকৃতি পেতে দেখে আমি অত্যন্ত রোমাঞ্চিত।’ ২০২৩ সালে, প্রযোজক গুণীত মোঙ্গার ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগে পুরস্কার জিতেছিল।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টে কর্মরত কর্মীদের অস্কার মঞ্চে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করা হয়েছিল। সমস্ত সেলিব্রিটিরা দাঁড়িয়ে তাকে করতালি দিয়ে অভিনন্দন জানালেন। কোনান তাকে একজন বীর বলে ডাকে। আমরা আপনাকে বলি যে ক্যালিফোর্নিয়ার বনে ভয়াবহ আগুন লেগেছে। অনেক সেলিব্রিটিকে তাঁদের সম্পত্তি হারাতে হয়েছিল। সেরা ডকুমেন্টারি পুরস্কার জিতেছে ফিলিস্তিনি নির্মাতা বাসেল আদরার ‘নো আদার ল্যান্ড’। এটি ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষার সংগ্রামের গল্প তুলে ধরেছে। বিশ্বময় ছড়িয়ে দিয়েছে মুক্তিকামী একটি জাতির রক্তে ভেজা স্বপ্নজয়ের কাহিনি।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!