Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ১০, ২০২২

ইউক্রেন সীমান্তে আরও ১ লাখ রুশ সেনা। আমেরিকার উদ্বেগ, যে কোনও মুহূর্তেই মস্কো থেকে হামলার নির্দেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউক্রেন সীমান্তে আরও ১ লাখ রুশ সেনা। আমেরিকার উদ্বেগ, যে কোনও মুহূর্তেই মস্কো থেকে  হামলার নির্দেশ

ইউক্রেন সীমান্তে আরও এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। আশঙ্কা, যেকোনো মুহূর্তে তারা হামলা চালাতে পারে । একটি টিভি চ্যানেল এই খবর জানিয়ে বলেছে, প্রেসিডেন্ট পুতিন কাল বিলম্ব না করে ইউক্রেন ভূখণ্ডে আক্রমনের নির্দেশ দিতে পারেন । পেন্টাগনের মুখপাত্র জন কিরবি দাবি, ‘ বিভিন্ন অঞ্চল থেকে সেনা আর সামরিক সরঞ্জাম জড়ো করে রাশিয়া ইউক্রেন ও বেলারুশ সীমান্তে পাঠাচ্ছে । ‘

সীমান্তে রুশ সেনার সংখ্যা ক্রমশ বাড়ছে । প্রেসিডেন্ট পুতিনকে উল্লেখ করে কিরবি বলেছেন, ‘ নিশ্চিত ভাবেই বলতে পারি ইউক্রেনের সীমান্তে আরও এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া । এছাড়া আরও কয়েকটি রুশ ব্যাটালিয়ন পাঠানোর ইঙ্গিত আমরা পেয়েছি।’এদিকে বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করছে রাশিয়া। সীমান্তে রুশ সেনাদের উপস্থিতি নিয়ে পশ্চিমের দেশগুলোতে উদ্বেগ বাড়ছে। টানা ১০ দিন জুড়ে মহড়া চালাবে মস্কো। এই তথ্য জানিয়ে বিবিসি। ন্যাটোর অভিযোগ, এটাই দুই বূহৎ শক্তির স্নায়ুযুদ্ধের পর বেলারুশে রাশিয়ার সবচেয়ে বড় সেনা মোতায়েনের দূষ্টান্ত ।

গত একমাস ধরে বেলারুশ সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম জড়ো করেছে মস্কো। এর মধ্যে অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্রও রয়েছে । যুক্তরাষ্ট্রের আশঙ্কা, রুশ-বেলারুশের যৌথ সামরিক মহড়া পূর্ব ইউরোপের উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এ নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্লাদিমির চিঝভ অবশ্য বলেছেন, কাউকে আক্রমণ করার পরিকল্পনা আমাদের নেই । তবে মত বদলাতে রাশিয়াকে প্ররচিত না করাই ভালো ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!