Advertisement
  • দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুন ১, ২০২৪

ফের সলমান খানের ওপর হামলার ছক, গ্রেফতার ৪ অভিযুক্ত

আরম্ভ ওয়েব ডেস্ক
ফের সলমান খানের ওপর হামলার ছক, গ্রেফতার ৪ অভিযুক্ত

নিরাপদ নন ভাইজান।বান্দ্রার বাসভবনের বাইরে দুই অভিযুক্তের গুলি চালানোর এক মাসেরও বেশি সময় পরে  নভি মুম্বাই পুলিশ শনিবার জানিয়েছে যে,  অভিনেতা সালমান খানের পানভেল ফার্মহাউসে যাওয়ার সময় তাঁর উপর আরেকটি হামলার পরিকল্পনা করা হয়েছিল ।গত সপ্তাহে  এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই মুম্বাই এবং নভি মুম্বাই উভয় ক্ষেত্রেই জড়িত বলে মনে করা হচ্ছে। ১৯৯৮ সালে রাজস্থানে একটি সিনেমার শুটিংয়ের সময় একটি কৃষ্ণসার হরিণকে গুলি করার পরে সালমান খান এই গ্যাংয়ের নজরে ছিলেন এবং একাধিক হুমকি পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের অনুমান এর পিছনে ওই লরেন্স বিষ্ণোই যুক্ত।

পুলিশের মতে, প্রায় ১৬-১৭ জন নভি মুম্বাই অপারেশনে জড়িত ছিল। তারা এই বছরের ফেব্রুয়ারিতে পানভেল অঞ্চলটি তার আগে  রেইকিও করেছে।
পুলিশ কমিশনার বিবেক পানসারে বলেছেন,’ এই মামলায় আমরা চারজনকে গ্রেপ্তার করেছি। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অভিনেতাকে টার্গেট করার ষড়যন্ত্র করছিল । ওরা অভিনেতার ওপর নজর রাখার জন্য পানভেলে বসবাস করছিল।’ তিনি আরও বলেন,’বিষ্ণোইয়ের বেশ কয়েকটি গ্রুপ একে অপরের থেকে স্বাধীনভাবে কাজ করে । আমাদের অনুমান, একটি গ্যাং পানভেলে এবং অন্যটি মুম্বাইতে ছিল।’

নভি মুম্বাই পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তারা হল  ধনঞ্জয় তপেসিং ওরফে অজয় কাশ্যপ, গৌরব ভাটিয়া ওরফে নাহভি, ভ্যাপসি খান ওরফে ওয়াসিম চিকনা এবং রিজওয়ান খান।

পুলিশ জানিয়েছে যে,একে ৪৭ কেনার জন্য  কাশ্যপ ডোগার নামে পরিচিত একজন পাকিস্তানি ব্যক্তির সাথেও যোগাযোগ করে তারা। তাদের ওপর নির্দেশ ছিল হামলার পরে অভিযুক্তদের আন্ডারগ্রাউন্ডে যেতে হবে এবং কন্যাকুমারীতে পুনরায় তারা একত্রিত হব। সেখান থেকে তারা যাবে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায ।

একজন আধিকারিক বলেছেন যে তারা গ্রেফতার হওয়া চার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছেন। খুঁজে দেখা হচ্ছে, বান্দ্রা হামলার সাথে তাদের কোনও যোগসূত্র আছে কিনা। ইতিমধ্যে  বান্দ্রা কাণ্ডে অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!