Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১৭, ২০২৩

সন্ত হওয়ার পথে আরও এক কলকাতাবাসী মিশনারি

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্ত হওয়ার পথে আরও এক কলকাতাবাসী মিশনারি

মাদার টেরেসার পর আরো এক কলকাতাবাসী মিশনারি পেতে চলেছেন সন্তর তকমা। নাম আন্টি গ্যাব্রিক। দীর্ঘদিন মহানগরের গরিব মানুষের সেবায় নিয়োজিত ছিলেন তিনি। পেয়েছিলেন সুন্দরবনের ঈশ্বরের প্রেরিত দূতের আখ্যা।

ক্রোয়েশিয়ায় জন্ম ফাদার অ্যাণ্টি গ্যাব্রিকের। মাত্র ২৩ বছর বয়সে চলে এসেছিলেন ভারতে। পাচ দশকের বেশি সময় কাটিয়েছেন কলকাতায় । দরিদ্র গরিব বস্তিবাসীদের জন্য সেবামূলক কাজ করেছেন। সুন্দরবন, গোসাবা অঞ্চলে আর্ত, নিপীড়িত ও অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন দীর্ঘদিন। ১৯৮৮ সালের ২০ অক্টোবর মারা যান তিনি। তাঁর মৃত্যুর দীর্ঘদিন পর ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবের চার্চ তাঁকে ‘ঈশ্বরের সেবক’ আখ্যা দেয়। সম্প্রতি, তাঁকে সেণ্টহুড দেওয়ার দাবি তোলা হয়। সংবাদ সংস্থা সূত্রে খবর, তাঁর নাম বিবেচনার জন্য ভ্যাটিকানে পাঠানো হয়েছে। এখনও বিবেচনাধীন রয়েছে তাঁর সন্ত আখ্যা পাওয়ার প্রক্রিয়া। ২০১৬ সালে মাদার টেরেজাকে সেণ্টহুড দেয় ভ্যাটিকান চার্চ। ক্রোয়েশিয়ার প্রয়াত ফাদার সন্ত আখ্যা পেলে দ্বিতীয় কোনো কলকাতা নিবাসী এ আখ্যা পাবেন।

কয়েকদিন আগে কলকাতায় দুদিনের একটি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। যা অ্যান্টি গ্যাব্রিকের সন্ত পাওয়ার প্রক্রিয়ায় খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। ১৭ তারিখ পর্যন্ত কিং চার্চে চলবে এ অনুষ্ঠান। ক্রোয়েশিয় আলোকচিত্রশিল্পী ভোনিমির আটলেটিকের তোলা ৪০ টি সাদা কালো ছবি রাখা হয়েছে প্রদর্শনীতে। সাদা কালো ছবিগুলো ক্রোয়েশিয়ার ছটি শহরে ইতিমধ্যেই প্রদর্শিত হয়েছে। কলকাতার প্রদর্শনী শেষ হওয়ার পর বাসন্তী ও গোসাবায় দেখানো হবে ছবিগুলো। আয়োজনে রয়েছেন কলকাতাও বারুইপুরের চার্চ এবং ক্রোয়েশিয়ার অ্যাণ্টি গ্যাব্রিক ফাউণ্ডেশন।

বৃহস্পতিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন কলকাতার আর্চবিশপ ফাদার রেভারেণ্ড থমাস ডি’সূজা ও মিশনারিজ অফ চ্যারিটির সম্পাদক সিস্টার মেরি জোসেফ। সহায়তায় ছিলেন ফফাদার রাফায়েল হাইড। প্রদর্শনীটি সাজিয়ে তুলেছেন ভায়োলেট্টা অর্সুলিক আর মারিনা ভ্রেকো। মারিনা যিনি শৈশবে  ফাদার অ্যানি গ্যব্রিকের দেখা পেয়েছিলেন তিনি প্রদর্শনীর আয়োজন করতে পেরে আপ্লুত। তাঁর কথায়, প্রদর্শনীর ফলে সত্তর আশি দশকের সুন্দরবনের সঙ্গে পরিচিত হতে পারবেন সাধারণ মানুষ। কলকাতার   অপর এক পাদরি জানিয়েছেন, মাদার টেরেজাও  আন্টি গ্যাব্রিকের প্রশংসা করেছিলেন। আজ সেন্টহুড পাওয়ার অনুষ্ঠানে অংশ নিতে পেরে তাঁরা আনন্দিত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!