শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
করোনার দুর্যোগকে আমল দেয়নি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি । তার সমূহ উন্নয়ন অব্যাহত । মাথা পিছু আয় আরও বাড়ল । ছিল ২ হাজার ৫৫৪ ডলার। বেড়ে দাঁড়াল ২ হাজার ৫৯১ ডলার । মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, ২০২০-২১ অর্থবছরে চূড়ান্ত দেশজ উৎপাদন দাঁড়িয়েছে (জিডিপি) ৪১৬ বিলিয়ন ডলার। মাথাপিছু আয় বেড়েছে ৩৭ ডলার । জিডিপি বৃদ্ধির হার ৬ দশমিক ৯৪ শতাংশ।
অর্থনীতির প্রধান তিন সূচক কৃষি, শিল্প আর সেবা খাতের প্রবৃদ্ধি প্রাথমিক হিসাব থেকে বহুলাংশে বেশি ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34