- স | হ | জ | পা | ঠ
- মার্চ ৮, ২০২৩
আণ্টার্কটিকার নজিরবিহীন সংকোচন ! বরফ গলে জলস্তর বৃদ্ধি। পরিবেশবিদরা আশঙ্কিত,হারিয়ে যেতে পারে বহু দেশ
ক্রমাগত নীচে নামছে অ্যাণ্টার্কটিকার সমুদ্রপৃষ্ঠের বরফের স্তর। বিজ্ঞানীরা জানাচ্ছেন, গত এক বছরে আণ্টার্কটিকার সাগরের পরিধি কমতে কমতে ক্ষুদ্রতম অবস্থায় এসে দাঁড়িয়েছে। গত সাড়ে চারদশকে সব থেকে রেকর্ড পতন ঘটেছে আণ্টার্কটিকার বরফের।
গত ১৬ ফেব্রুয়ারি , কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জিং সার্ভিস আন্টার্কটিকা অঞ্চলে সমীক্ষা চালায়। সমীক্ষায় দেখা যায়, সমগ্র মহাদেশের আট লক্ষ বর্গ মাইল আয়তনের সংকোচন ঘটেছে। এটি কেবলমাত্র এ বছর বা তাঁর আগের বছরের শুধু ঘটনা নয়। ১৯৮১ সালে থেকে ক্রমাগত হ্রাস পাচ্ছে দক্ষিণ গোলার্ধের শীতলতম , প্রায় জনমানবহীন এ মহাদেশ। বিশেষজ্ঞদের মতে, গত এক দশকে ক্রমাগত বেড়েছে সংকোচন। ২০১০ সাল পর্যন্ত গড়ে আয়তন যেটুকু কমেছে তার থেকেও ৩০ শতাংশ হ্রাস পেয়েছে মহাদেশের আয়তন।
আণ্টার্কটিকা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পরিবেশবিদরা। তাদের মতে, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ঘটেছে এমন ঘটনা। তাদের মতে তুষারাবৃত সমুদ্র থাকলে সৌর তাপের ৯০ শতাংশ প্রতিফলিত হয়ে মহাকাশে চলে যায় কিন্তু । সমুদ্রের ওপর থেকে বরফের চাদর সরে গেলে সমগ্র সূর্যরশ্মি জলের গভীরে চলে যায়। পুরো তাপটা তখন শোষিত হয়। সুতরাং তখন আশে পাশের তাপমাত্রাও বাড়তে থাকে। যার গভীর প্রভাব পড়ে স্থলভাগে থাকা সুউচ্চ বরফের পাহাড়্গুলোর ওপর। তাঁদের মতে, আটার্কটিকার মহাদেশের বরফের স্তর সংকুচিত হলে সমুদ্রের জলের স্তর বাড়বে। যা পৃথিবীর সমুদ্র তীরবর্তী মহাদেশগুলোকে প্লাবিত করবে। হারিয়ে যেতে পারবে অনেক শহর। মানুষের সচেতনতা পারে এই সমস্যার হাত থেকে বিশ্বকে বাঁচাতে।
❤ Support Us