- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ৮, ২০২৪
হইচই হিমাচলে, এবার সিঙাড়া তদন্তে সিআইডি
মুখরোচক সিঙাড়া এবার ঝড় তুললো রাজ্য প্রশাসনের অন্দরে। হিমাচলে সুস্বাদু তেকোনাকে ঘিরেই হইচই। তারজার শুরু হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু কে ঘিরে। এক সরাকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর জলখাবারের আয়োজনে সেরাজ্যের একটি পাঁচতারা হোটেল থেকে আসে সিঙাড়া এবং কেক। কিন্তু শেষ পর্যন্ত তা পৌঁছোয়নি মুখ্যমন্ত্রীর প্লেটে। কোথায় গেল সেই বহুমূল্যের ভোজন সামগ্রী, সেই তদন্তে এবার তলব সে রাজ্যের সরকারি গোয়েন্দা সংস্থার। এই ইস্যুতে বিরোধীদের নিশানায় সুখবিন্দর সরকার। হারিয়ে যাওয়া সিঙাড়ার আঁচে সরগরম রাজ্য রাজনীতি।
এমন অভিনব তদন্তের দায়িত্ব, দেশের কোনো রাজ্যের সিআইডি বিভাগ এর আগে পেয়েছেন কিনা তা নিয়ে ইতি মধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। তদন্তের শুরুতেই হিমাচল প্রদেশের সিআইডি দফতর রাজ্যের পাঁচ পুলিস আধিকারিককে শো-কজ নোটিস পাঠিয়েছে।
২১ অক্টোবর মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু রাজ্যের সিআইডির সদর দফতরে নতুন সাইবার শাখার উদ্বোধনে গিয়েছিলেন। সেখানে মুখ্যমন্ত্রীর জন্য জলখাবারের ব্যবস্থায় পাঁচতারা হোটেল থেকে আনা হয়েছিল প্রাতঃরাশ। কিন্তু শারীরিক কারণে ভাজাভুজি এবং মিষ্টি এড়িয়ে চলেন হিমাচলের কংগ্রেসের মুখ্যমন্ত্রী। তাঁর মেনু নিয়ে আয়োজকরা আগামা কোনো তথ্যও নেওয়া হয়নি মুখ্যমন্ত্রীর দফতর থেকে। ফলে বহুমূল্যের সেই সিঙাড়া তাঁকে শেষ পর্যন্ত দেওয়া হয়নি । সরকারি মেনুতে না থাকায় তা খেতে অস্বীকার করনে উপস্থিত অন্যান্য সরকারি আধিকারীকরাও। শেষে তা বিতরণ করা হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আসা নিরাপত্তাকর্মীদের মধ্যে। বিতর্ক বাঁধে সেখানেই। কীভাবে মুখ্যমন্ত্রীর খাবার দিয়ে দেওয়া হল, অন্য লোককে?
ডেপুটি পুলিস সুপার পদমর্যাদার আধিকারিক এই তদন্তের নেতৃত্বও দিচ্ছেন। তদন্তের রিপোর্টে সিআইডি-র তরফে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর খাবার আনার জন্য আইজি পদমর্যাদার এক পুলিস আধিকারিক দায়িত্ব দিয়েছিলেন এক এসআই-কে। তিনি সে দায়িত্ব দেন তাঁর আরেক সহকর্মীকে। সেই অফিসার সিঙারা ও কেক এনে দিয়েছিলেন পরিবহণ দফতরে। সেখান থেকেই খাবার যায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের কাছে। এতবার দায়িত্বের হাতবদলে তৈরি হয় বিভ্রান্তি। পাঁচতারার খাবার আদপে কার জন্য আনা হয়েছিল তাও স্পষ্ট ছিল না সরকারি কর্মীদের মধ্যে। রাজ্যের উন্নয়ন, জনসাধারণের দৈনন্দিন সমস্যা ছেড়ে সরকারি গোয়েন্দা বিভাগের সিঙাড়া তদন্তের তীব্র সমালোচনা করেছে সেরাজ্যের বিরোধী দল বিজেপি।
❤ Support Us