Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ১৫, ২০২৩

৪৮ ঘন্টা ধরে কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ। অভিযানে ৩ অফিসার নিহত, নিখোঁজ সৈনিক

আরম্ভ ওয়েব ডেস্ক
৪৮ ঘন্টা ধরে কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ। অভিযানে ৩ অফিসার নিহত, নিখোঁজ সৈনিক

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় ৪৮ ঘন্টারও বেশি সময় ধরে সন্ত্রাসীদের সাথে লড়াইয়ে একজন সেনা নিখোঁজ এবং অন্য দু’জন আহত হয়েছে বলে জানা গেছে। কোকারনাগের ঘন জঙ্গলে সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান শুরু করার পর বুধবার ভোরে বন্দুকযুদ্ধ শুরু হয়। ওই দিন অভিযানে সেনাবাহিনীর দুইজন ও একজন পুলিশ সদস্যসহ তিনজন সেনা বাহিনীর কর্মকর্তা নিহত হন। সন্ত্রাসীদের পক্ষের কেউ হতাহত হয়েছে বলে কোনও খবর পাওয়া যায়নি।নিরাপত্তা বাহিনী তাদের তীব্র সন্ত্রাসবিরোধী অভিযানে নতুন প্রজন্মের অস্ত্র ও ডিভাইস ব্যবহার করছে, যার মধ্যে স্ট্রাইক-সক্ষম হেরন ড্রোন রয়েছে।

১২ ও ১৩ সেপ্টেম্বর রাতে সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ তাদের যৌথ অনুসন্ধান অভিযান শুরু করে। তারা গারোল গ্রামে কিছু সন্ত্রাসীর সন্ধানে এলাকাটি ঘেরাও করেছিল বলে সেনা কর্তারা জানিয়েছেন।

একটি বিস্তৃত অনুসন্ধানের পর সেনা কর্তারা  এই উপসংহারে পৌঁছেছে যে সন্ত্রাসীরা ঘন জঙ্গলের উচ্চ সীমানায় একটি গোপন আস্তানায় ছিল। কর্নেল মনপ্রীত সিং, যিনি অনুসন্ধান কলামের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি মেজর আশিস ধোনচাকের সঙ্গে জঙ্গল এবং দুর্গম জায়গার মধ্যে চলে যান। দুপুরের দিকে তারা সন্ত্রাসীদের প্রচণ্ড গুলিবর্ষণের মুখে পড়ে এবং পাল্টা গুলি চালায়। কর্নেল সিং, মেজর ধোনচাক এবং ডিএসপি হিমানুন ভাট ভয়ানক সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন এবং পরে এই আঘাতের কারণে মারা যান।

কর্নেল মনপ্রীত সিং, সেনা পদক জয়ী ছিলেন, ১৯ রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের কমান্ডিং অফিসার এবং মেজর আশিস ধোনচাক, সেনা পদক জয়ী ছিলেন ১৯ রাষ্ট্রীয় রাইফেলস-এর কোম্পানি কমান্ডার। হিমানুন মুজামিল ভাট জম্মু ও কাশ্মীর পুলিশের একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট  ছিলেন।

বৃহস্পতিবার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শ্রীনগরে সেনা শহীদ সেনা অফিসারদের শ্রদ্ধা জানান। সেনাবাহিনী জানিয়েছে, অফিসারদের মৃতদেহ উদ্ধারের জন্য কোকারনাগের বিশ্বাসঘাতক ভূখণ্ডে একটি বিশেষ অভিযান চালানো হয়েছিল। বিশেষ বিমানের মাধ্যমে তাদের মরদেহ নিজ শহরে নিয়ে যাওয়া হবে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!