Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২৬, ২০২২

‘আমি যুদ্ধের বিরুদ্ধে’, প্ল্যাকার্ড হাতে বিশ্বজুড়ে বিক্ষোভ। প্রতিবাদ রাশিয়ার ৫৪ শহরে ।

যুদ্ধ নয়, আধুনিক দুনিয়া শান্তি চায়---এই সত্যকেই সামনে নিয়ে এল ইউক্রেনে রুশ হামলা এবং পশ্চিমী শক্তিবর্গের কৌশলি ও উসকানিমূলক অবস্থান ।

আরম্ভ ওয়েব ডেস্ক
‘আমি যুদ্ধের বিরুদ্ধে’, প্ল্যাকার্ড হাতে বিশ্বজুড়ে বিক্ষোভ। প্রতিবাদ রাশিয়ার ৫৪ শহরে ।

ইউক্রেনে রুশ হামলার বিরুদ্ধে সরব প্রায় গোটা বিশ্ব । রাস্তায় নেমেছেন,সাধারণ মানুষ। বিক্ষোভে সামিল লেখক, সাংবাদিক, বিজ্ঞানীসহ মানবাদীর কর্মীরা। এ পর্যন্ত ৫৪টি শহরে প্রতিবাদের আগুন ধিকধিক জ্বলছে । ইস্তাম্বুল থেকে লন্ডন, নিউইয়ার্ক থেকে বেইরুত সহ বিশ্বের প্রতিটি মহানগরে ইউক্রেনের পতাকা গায়ে জড়িয়ে প্রতিদিন ।

বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার মানুষ। কোথাও পাবলিক স্কোয়ারে, কোথাও রুশ দূতাবাসের সামনে । খোদ রাশিয়ায়ও বিক্ষোভের সফুলিঙ্গ উড়ছে। মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও নভগোরোডেসহ বিভিন্ন শহরে সরব যুদ্ধবিরোধী জনতা ।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি সমাবেশের সময় একজন পুলিশ কর্মকর্তা একজন মহিলাকে গ্রেপ্তার করেছেন ।

যুদ্ধের শুরুতেই গত বৃহস্পতিবার ৫৪টি শহরের প্রায় ২০০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে । পুতিনকে লেখা খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টরা। খোলা চিঠির শিরোনাম, ‘আমি যুদ্ধের বিরুদ্ধে’। যুদ্ধ না থামলে প্রতিবাদ আরও বাড়বে । রাশিয়ার বাইরে আমস্টারডাম, এথেন্স, অস্টিন, বার্সেলোনা,
বৈরুত, বার্লিন, বার্ন, বুদাপেস্ট, শিকাগো; কোপেনহেগেন, ডেনভার, ডাবলিন, এডিনবার্গ, ফ্রাঙ্কফুর্ট, জেনেভা, হিউস্টন,ইস্তাম্বুল, ক্রাকো, লন্ডন, মাদ্রিদ, মেলবোর্ন, মিলান, নেপলস, নিউ ইয়র্ক সিটি, চমৎকার,অসলো, অটোয়া, প্যারিস, প্রাগ, রোম, সানফ্রান্সিসকো, স্টকহোম, সিডনি, তালিন, তিবিলিসি, তেল আবিব, হেগ, টোকিও, তুরিন, ভিয়েনা, ভিলনিয়াস, ওয়ারশ, ওয়াশিংটন ডিসি, ওয়েলিংটন।


রাশিয়ায় বিক্ষোভ হয়েছে খোদ মস্কোসহ অন্তত ৫০টি শহরে । দ্বিতীয় মহাযুদ্ধ, ভিয়েতনামে মার্কিন হামলা ও ঢাকায় পাকিস্তানি সেনার বর্বরোচিত কাণ্ডের পর বিশ্ব জুড়ে এরকম যুদ্ধবিরোধী প্রতিবাদ খুব কমই দেখা গেছে । যুদ্ধ নয়, আধুনিক দুনিয়া শান্তি চায়—এই সত্যকেই সামনে নিয়ে এল ইউক্রেনে রুশ হামলা এবং পশ্চিমী শক্তিবর্গের কৌশলি ও উসকানিমূলক অবস্থান ।

 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!