- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জানুয়ারি ১৯, ২০২৩
পপ সম্রাটের জীবনের নানা অজানা দিক নিয়ে নতুন বায়োপিক ‘মাইকেল’। মুক্তি পাবে এবছরেই

আশির দশকে পপ মিউজিক আর মাইকেল জ্যাকসন সমার্থক হয়ে উঠেছিলেন। সংগ্রাম মুখর তাঁর জীবন। এখন তাঁর জীবনের নানা অজানা কাহিনি নিয়ে পর্দায় প্রদর্শিত হতে চলেছে তাঁর বায়োপিক ‘মাইকেল’।
ছবির পরিচালক আন্টোনি ফুকুয়া। যিনি এর আগে বহু মিউজিক ভিডিও তৈরির কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মাইকেল জ্যাকসনের বায়োপিক নির্মাণ সম্পর্কে বলতে গিয়ে তিনি উচ্ছ্বসিত। তিনি বলেন যে মাইকেলের জীবন তাঁর অনুপ্রেরণা। একজন কৃষ্ণাঙ্গ হয়েও সঙ্গীতের জগতে যেভাবে সুপ্রতিষ্ঠিত হয়েছেন তা শিক্ষনীয়। নিজের বহু মিউজিক ভিডিও তৈরির ক্ষেত্রে মাইকেলের অবদানকে স্বীকার করেছেন তিনি । নিজের আসন্ন ছবির সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যে মাইকেলের মত সঙ্গীত প্রতিভার লড়াকু জীবনকে পর্দায় ফুটিয়ে তোলা অত্যন্ত জটিল কাজ। তিনি এক বিরল প্রতিভা যিনি জীবদ্দশাতেই খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন।
ছবির গল্প লিখছেন জন লোগান। যিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এই ছবির মধ্যে দর্শকরা এক নতুন মাইকেলকে চিনতে পারবেন। উঠে আসবে গ্র্যামি বিজেতা পপ সম্রাটের জীবনের অনেক অজানা দিক। এমনকি মঞ্চে তাঁর সাড়া জাগানো একের পর এক পারফম্যান্সের নেপথ্যে থাকা কাহিনির কথাও বলবে ছবিটি। বায়োপিকটি প্রযোজনার দায়িত্বে আছে গ্রাহাম কিং বলে একটি কোম্পানি।
❤ Support Us