- এই মুহূর্তে দে । শ
- জুন ১৫, ২০২৩
পাঁচ দিনের সফরে ব্লিঙ্কেন, বৈঠক কার সঙ্গে সূচি এখনো অজানা। ঠান্ডা যুদ্ধের শীতল আবহ এড়িয়ে খোলা মনে কথা বলবে দুই দেশ, গুরুত্ব পাবে বাণিজ্যিক বিষয় আশয়

চলতি সপ্তাহেই বহু প্রতিক্ষিত চিন সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার প্রভাব পরেছিল দুই শক্তিধর দেশের কূটনৈতিক সম্পর্কে।তার প্রভাবেই ফেব্রুয়ারির চিন সফর বাতিল করে ওয়াইটহাউস। এরপর থেকেই দুই দেশের সম্পর্ক কোন খাতে বয়, সে বিষয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের জল্পনা তুঙ্গে।
১৪ জুন, বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১৬ থেকে ২১ জুন, পাঁচদিনের সফরে জিনপিং এর দেশে যাবেন ব্লিক্নেন। সেদেশের সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, বেইজিংয়ে ব্লিঙ্কেন চিনের শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দেখা করবেন। তবে ঠিক কাদের সঙ্গে বৈঠক করবেন এবং এই সফরের কর্মসূচি নিয়ে কোনো স্পষ্ট বার্তা দেয়নি বাইডেন প্রশাসন।
বুধবার পূর্ব এশিয়ার ডিপার্টমেন্ট অব স্টেটের শীর্ষ কূটনীতিক ড্যানিয়েল ক্রিটেনব্রিঙ্ক সাংবাদিকদের বলেছেন, “খুব বড়ো কিছু অগ্রগতি বা পাওয়ার আশা নিয়ে আমরা বেইজিং যাচ্ছি না। দুই দেশের সম্পর্কের অভ্যন্তরীণ অন্তস্রোতকে মাথায় রেখে, আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গিতেই বাস্তবসম্মত সমাধান সূত্র বের করার আন্তরিক ইচ্ছা নিয়ে বেইজিংয়ে যাচ্ছি।” হোয়াইট হাউসের ইন্দো-প্যাসিফিক কো অর্ডিনেটর কার্ট ক্যাম্পবেল জানান, ব্লিঙ্কেন এই চিন সফরে শীর্ষ এজেন্ডাগুলোর দিকেই মনোনিবেশ করবেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে জানিয়েছেন, ১৩ জুন, মঙ্গলবার, ব্লিঙ্কেন চিনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং এর সঙ্গে ফোনে কথা বলেছেন। সেই আলোচনায়, দুই দেশের সম্পর্ককে সদর্থক খাতে প্রবাহিত করার জন্য যোগাযোগের উন্মুক্ত পথ খোলা রাখার বিষয়ে জোর দিয়েছে বাইডেন প্রশাসন।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের উপর কিছু বাণিজ্যিক শুল্ক আরোপ করেছিলেন। বাইডেন প্রসাশনের আমলেও সেই নীতিতে পরিবর্তন আসেনি। বরং আরো কিছু বাণিজ্যিক শর্ত আরোপ করেছিল ওয়াইট হাউস।আর তাতেই দুই দেশের সম্পর্কের ফাটল ক্রমশ প্রসারিত হয়।বারে পারস্পরিক দোষারপ। বেইজিং এনিয়ে আন্তর্জাতিক পরিসরে বারবার সরব হয়েছে, অভিযোগের আঙুল তুলেছে ওয়াশিংটনের দিকে।
সাম্প্রতিক মাসগুলিতে, পারস্পরিক ঠান্ডা যুদ্ধের আবহেই দুই দেশ কয়েকটি বিষয়ে পারস্পরিক সহযোগিতার ঐক্যমতে এসেছে। জলবায়ু পরিবর্তন এর মধ্যে অন্যতম। গত মাসে, বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান, ভিয়েনায় চিনের কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। তার পরেই ব্লিঙ্কেনের এই চিন সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
❤ Support Us