- দে । শ
- মার্চ ১০, ২০২৩
বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা।২১ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে অনু্ব্রতকে রাখার অনুমতি দিল কোর্ট
গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সুকন্যাকে রাজধানীতে ডেকে পাঠাল ইডি। তবে, কেবলমাত্র অনুব্রত কন্যা নয়, বীরভূম জেলা সভাপতির ব্যক্তিগত হিসাবরক্ষক মণীশ কোঠারি-সহ আরো বেশ কয়েক জনকে তলব করা হয়েছে। ইডি সূত্রে খবর, বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করবে তদন্তকারী আধিকারিকরা।
প্রসঙ্গত, অনুব্রত গ্রেফতার হওয়ার পর সিবিআই আধিকারিকরা একাধিকবার সুকন্যাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল তাঁর বাবার বিপুল সম্পদের উৎস সম্পর্কে। কিন্তু প্রত্যেকবারই তিনি জানিয়েছিলেন, সমস্ত তথ্য তাঁর বাবা এবং তাঁর হিসাব রক্ষকের কাছে আছে। তিনি এ ব্যাপারে কিছু জানেন না। তাঁর নামে থাকা ব্যাঙ্ক আকাউণ্টে বিপুল অঙ্কের টাকা কীভাবে এল সে প্রশ্নের উত্তর দেওয়ার দায়ও তিনি বাবার ওপর ছেড়ে দিয়েছিলেন। এখানে বলা প্রয়োজন, সুকন্যার নামে দুটো কোম্পনি রয়েছে । তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে , বিদেশের ব্যাঙ্ক আকাউণ্ট থেকে প্রচুর টাকা দুই কোম্পানিতে ঢুকেছে। এব্যাপারে যাবতীয় তথ্য সংগ্রহ করতে সুকন্যাকে প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
শুক্রবার অনুব্রতর ইডি হেফাজতের মেয়াদ শেষ হল। কিন্তু এখনও প্রচুর তথ্য সংগ্রহ করা বাকি । তাই ইডির আইনজীবীর আবেদনের ভিত্তিতে রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারপতি রায় দেন, ২১ মার্চ পর্যন্ত অনুব্রতকে নিজেদের কাছে রাখতে পারবে কেন্দ্রীয় সংস্থা। কন্যা সুকন্যা মণ্ডলকে সামনে বসিয়ে মুখোমুখি জেরা করা হবে বীরভূম সভাপতিকে। প্রশ্নের মুখোমুখি হবেন তাঁর ব্যক্তিগত হিসাবরক্ষক আরও বেশ কয়েকজন কেষ্ট ঘনিষ্ঠ। তাই ইডি আধিকারিকরা মনে করছেন, দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ চলাকালে গোরু পাচার কেলেঙ্কারিতে বেআইনি লেনদেনের টাকার হদিশ খুঁজে পাবেন তাঁরা।
❤ Support Us