- দে । শ
- মার্চ ২২, ২০২৩
তিহার জেলে বিনিদ্র অনুব্রত। প্রথম রাতেই রুটির বদলে ভাত,সবজি। পাজামায় ইলাস্টিকের ফিতে, প্রবল অস্বস্তি
বীরভুমে কংগ্রেস নিষ্ক্রিয়, বিজেপিতে বাড়ছে ভাঙন, বামেদের তোড়জোড় কোথায় ?

চিত্র : সংবাদ সংস্থা
তিহার জেলে অনুব্রতর প্রথম রাত বেশ অস্বস্তিতে কাটল। জেল সূত্রে জানা গেছে, খাবার তাঁর পছন্দ হয় নি। রুটি দেওয়া হয়েছিল। তিনি তা মুখে তোলেন নি। পরিবর্তে ভাত, ডাল ও সবজি খেয়েছেন। ভাল করে ঘুমোতেও পারেননি। পাজামায় রশির বদলে এলাস্টিকের ফিতে পরতে হয়েছে। সব মিলিয়ে হাঁসফাস অবস্থা। একই জেলে রয়েছেন গোরু পাচারের অভিযোগে অভিযুক্ত এনামুল হক, অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন এবং বিএসএফ অফিসার সতীশ কুমার। এখনও তাঁদের সঙ্গে দেখা হয়নি। জেলের সাত নম্বর কক্ষেই সবাইকেই রাখার কথা। এটা আদৌ হবে কিনা বলা মুশকিল।
১৩ দিন টানা তিহার জেলে থাকতে হবে অনুব্রতকে। অভিযুক্তদের মুখোমুখি দাঁড় করিয়ে জেরা করা হবে। জেল কারাগারে এটাই অনুব্রতর প্রথম দিন যাপন। তাঁর বীরভূমের অনুগামীদের কণ্ঠ স্বরহীন। কবে ছাড়া পাবেন, আদৌ পাবেন কিনা এ নিয়ে সংশয় বাড়ছে। সামনে পঞ্চায়েত নির্বাচন। বীরভূমের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘কেষ্ট’হীন ভোটের অনিশ্চয়তা কাটিয়ে উঠতে দল অঙ্গীকারবদ্ধ। বিরোধীরাও কৌশল আঁকছে। কংগ্রেস কার্যত নিষ্ক্রিয়। বিজেপিতে ঘরোয়া অসন্তোষ তীব্র। সংগঠনকে সক্রিয় করে তুলতে বামপন্থীদের প্রচেষ্টা কতটা সফল হবে, সে চিহ্ন এখনও দৃষ্টিগত নয়।
❤ Support Us