Advertisement
  • দে । শ
  • মার্চ ৪, ২০২৩

অনুব্রতর সংকট আরো বাড়ল। ‘অসুস্থতার অজুহাত’ খারিজ হাইকোর্টে। পাশাপাশি জরিমানা ১ লাখ। আটক নেতাকে দিলি যেতেই হচ্ছে।

আরম্ভ ওয়েব ডেস্ক
অনুব্রতর সংকট আরো বাড়ল।  ‘অসুস্থতার অজুহাত’ খারিজ হাইকোর্টে। পাশাপাশি জরিমানা ১ লাখ। আটক  নেতাকে দিলি যেতেই  হচ্ছে।

চিত্র : সংবাদ সংস্থা

‘গোরু পাচার’ মামলায় আটক তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে সম্ভবত এবার ইডির তৎপরতায় দিল্লি যেতেই হবে। শনিবার কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, দিল্লি নিয়ে গিয়ে তাঁকে ইডি জিজ্ঞাসাবাদ করতে পারবে । এরই মাঝে আরেকটি অপ্রত্যাশিত ঘটনা চমকে দিল অনুব্রতকে । তথ্য গোপন রাখার অভিযোগে তাঁকে এক লাখ টাকা জরিমানা করলেন বিচারপতি বিবেক চৌধুরী।

শনিবার দুইপক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পরই বিবেক চৌধুরীর এজলাস ঘোষণা করে যে, অনুব্রতকে আকাশপথে উড়িয়ে নিয়ে যেতে হবে। দিল্লিতে জিজ্ঞাসাবাদ শুরু করার আগে তাঁর স্বাস্থ্য পরীক্ষা বাঞ্ছনীয়। দ্বিতীয়ত, ইডির আইনজীবীর বক্তব্যের প্রেক্ষিতে তথ্য গোপন করার অভিযোগে অনুব্রতকে লাখটাকার জরিমানা করেছেন বিচারপতি। বিবেক চৌধুরী বলেছেন, এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৪ মাস ধরে মাস ধরে ইডির মৌখিক আশ্বাসের পর আলাদা করে নির্দেশনামায় বিষয়টি উল্লেখ করতে হল কেন ? কেন দিল্লি হাই কোর্টে এটা করা হল না ? অনুব্রতর  আইনজীবীদের উদ্দেশ্য করে বিচারপতির মন্তব্য, ইডি অনুব্রতকে মিথ্যা মামলায় জড়াচ্ছে । অনুব্রতের আইনজীবী তখন বলেন, গত ২১ ডিসেম্বর ইডি জেল কর্তৃপক্ষকে ইমেল করে, এখনই কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অনুব্রতের শারীরিক সমস্যা রয়েছে। আসানসোলের সিবিআই আদালত পর্যাপ্ত চিকিৎসার কথা জানিয়েছে। কোনো বিশেষজ্ঞকে দিয়ে তাঁর চিকিৎসা করানো হোক। চিকিৎসার রিপোর্ট না আসা পর্যন্ত হাজিরার নির্দেশ পর্যন্ত স্থগিত রাখা হোক । হাইকোর্টে দু পক্ষের বাদানুবাদ শোনার পর অনুব্রতের আবেদন খারিজ করে দেন বিচারপতি বিবেক চৌধুরী।ইডি জানিয়েছে, প্রয়োজনে দিল্লির এইমসে অনুব্রতর চিকিৎসার ব্যবস্থা করা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!