- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১৫, ২০২৩
“ইন্ডিয়া” না “ভারত” এই বিতর্কে এবার মোদিকে বিঁধলেন অনুরাগ কাশ্যপ, বললেন, “একটা খামখেয়ালি লোক নিজের খেয়ালে এসব করবেন, পরিণতি কী হবে সেটা উনি ভেবেছেন কখনও?”

নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সর্বদা সুর চড়াতে দেখা যায় অনুরাগ কাশ্যপকে। তিনি গেরুয়া শিবিরের বিরোধীতা করে একাধিকবার মন্তব্য করে একাধিকবার বিতর্কের শিরোনামে উঠেছেন। এবার এই বলিউড পরিচালক “ইন্ডিয়া” বনাম “ভারত” নামের বিতর্কে মোদিকে কটাক্ষ করলেন, বললেন, “একটা খামখেয়ালি লোক নিজের খেয়ালে এসব করেন, এর পরিণতি কী হবে সেটা উনি ভেবেছেন কখনও?”
‘ইন্ডিয়া’ না “ভারত” এই বিতর্কে এখন তোলপাড় ভারতের রাজ্য-রাজনীতি ! জি-২০ সম্মেলনের আমন্ত্রণপত্র থেকেই “ইন্ডিয়া” নাম বদলে ‘ভারত” করার জল্পনার সূত্রপাত হয়েছে। জি-২০-র অতিথিদের নৈশভোজের আমন্ত্রণ পত্রে ইংরেজিতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে লেখা ছিল ‘প্রেসিডেন্ট অফ ভারত’। সেই বিতর্কের আবহেই নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর টেবিলের সামনে রাখা নামফলকে “ইন্ডিয়া”-র পরিবর্তে “ভারত” লেখা জ্বলজ্বল করতে দেখা গিয়েছে। পুরো জি-২০ শীর্ষ সম্মেলনে ‘ইন্ডিয়া’র কোনও অস্তিত্বই ছিল না। এবার সেই প্রেক্ষিতেই অনুরাগ কাশ্যপ বললেন, “এতে তো বিশাল পরিমাণ করের অর্থ খরচ হবে। সমস্ত সরকারি নথিপত্র পরিবর্তন করতে হবে। যেটা ভীষণই অযৌক্তিক!”
অবশ্য শুধু এই কথা বলেই অনুরাগ থামেননি। তিনি বলেছেন, “কবে ইন্ডিয়া ভারত ছিল না? একটা কাগজে ইন্ডিয়ার পরিবর্তে এখন থেকে ভারত লেখা হবে… ব্যস! আর জাস্ট ভাবুন, সমস্ত সরকারি নথিপত্রতে নতুন নাম লেখা হবে। সমস্ত দেশবাসীকে নিজেদের পাসপোর্ট, আধার কার্ড, রেশন কার্ড সবকিছু রিনিউ করাতে হবে। নতুন করে নোট ছাপতে হবে। আর জনগণের চার বছরের করের টাকাতেই এটা করবে ওঁরা। আমজনতারও কতটা ঝক্কি! একটা খামখেয়ালি লোক নিজের খেয়ালে এসব করেন, এর পরিণতি কী হবে সেটা উনি ভেবেছেন কখনও?”
❤ Support Us